• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
নির্বাচনের আগে গণতান্ত্রিক আবহ চায় যুক্তফ্রন্ট

যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী

সংরক্ষিত ছবি

নির্বাচন

নির্বাচনের আগে গণতান্ত্রিক আবহ চায় যুক্তফ্রন্ট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৫ সেপ্টেম্বর ২০১৮

জাতীয় নির্বাচনের আগে গণতান্ত্রিক আবহ সৃষ্টির গ্যারান্টি চান যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী। নিরপেক্ষ সরকার ও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন এবং অন্তত দুই মাস আগে সংসদ ভেঙে দেওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় গতকাল মঙ্গলবার গণমাধ্যমে দেওয়া বিবৃতিতে এসব কথা বলেন বি. চৌধুরী। তিনি বলেন, প্রধানমন্ত্রী যুক্তফ্রন্ট ও গণফোরামের ঐক্য সম্পর্কে তার বক্তব্যের যে অংশে ইতিবাচক মন্তব্য করেছেন, এর জন্য অভিনন্দন জানাই। আমরা প্রধানমন্ত্রীর কথা, কথার কথা না হয়ে কার্যক্ষেত্রে সরকারের গণতান্ত্রিক মনোভাব প্রমাণ করার প্রচেষ্টা হিসেবে দেখতে চাই।

তিনি আরো বলেন, জোট নেতাদের সম্পর্কে প্রধানমন্ত্রীর মন্তব্য শোভন হয়নি। এ মুহূর্তে এগুলোর জবাব দেওয়ার প্রয়োজন নেই।

বি. চৌধুরী বলেন, সরকারি আদেশে নিষিদ্ধ টেলিভিশন চ্যানেল ও সংবাদপত্র মুক্ত করে সব সংবাদপত্র ও টিভি চ্যানেলকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হোক। তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচনের আগে ৩০ দিন এবং পরে ১০ দিন মোট ৪০ দিন সামরিক বাহিনীকে শান্তি-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালনসহ ওই সময়ের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিতে হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads