• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
কুমিল্লায় ১১টি আসনে মোট ভোটার প্রায় ৩৯ লাখ

আঞ্চলিক সার্ভার স্টেশন, কুমিল্লা

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন

কুমিল্লায় ১১টি আসনে মোট ভোটার প্রায় ৩৯ লাখ

পুরুষ ভোটার ১৯,৫২,৪১৭ ও মহিলা ভোটার ১৯,১৯,২০৪ জন

  • খায়রুল আহসান মানিক, কুমিল্লা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত ২৬ সেপ্টেম্বর ২০১৮

কুমিল্লার ১১টি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩৮ লাখ ৭১ হাজার ৬২১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৯ লাখ ৫২ হাজার ৪১৭ জন এবং মহিলা ভোটার ১৯ লাখ ১৯ হাজার ২০৪ জন।

সবচেয়ে বেশী ভোটার : জেলার সবচেয়ে বেশী ভোটার রয়েছে কুমিল্লা ১০ (সদর দক্ষিণ লালমাই ও নাঙ্গলকোট) আসনে। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৫২৯ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫৬ হাজার ৪৭৮ জন।

সবচেয়ে কম ভোটার : সবচেয়ে কম সংখ্যক ভোটার রয়েছে কুমিল্লা ৭ (চান্দিনা) আসনে। এ আসনে মোট ভোটার ২ লাখ ৫৪ হাজার ৩৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ২৭ হাজার ২৫৫ জন এবং মহিলা ভোটার ১ লাখ ২৬ হাজার ৭৭৮ জন।

কুমিল্লা ১ আসনের ভোটার সংখ্যা : কুমিল্লা ১ (দাউদকান্দি ও মেঘনা) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৪৬ হাজার ৮৬২ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৭৫ হাজার ৪১৪ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭১ হাজার ৪৪৮ জন।

কুমিল্লা ২ আসনের ভোটার সংখ্যা : কুমিল্লা ২ ( হোমনা ও তিতাস ) আসনে ভোটার সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৭৬৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪৬ হাজার ৪০৯ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৩ হাজার ৩৫৬ জন।

কুমিল্লা ৩ আসনের ভোটার সংখ্যা : কুমিল্লা ৩ (মুরাদ নগর ) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৮৩ হাজার ৯৬৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৩ হাজার ৫৬৯ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৯০ হাজার ৩৯৭ জন।

কুমিল্লা ৪ আসনের ভোটার সংখ্যা : কুমিল্লা ৪ ( দেবীদ্বার) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৯ হাজার ৯২৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৬০ হাজার ৭৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৯ হাজার ৮৫০ জন।

কুমিল্লা ৫ আসনের ভোটার সংখ্যা : কুমিল্লা ৫ ( বুড়িচং ও ব্রাহ্মণপাড়া ) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬৮ হাজার ৫২৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৭ হাজার ১৫৯ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৮১ হাজার ৩৬৫ জন।

কুমিল্লা ৬ আসনের ভোটার সংখ্যা : কুমিল্লা ৬ ( আদর্শ সদর, সিটি কর্পোরেশন ও কুমিল্লা সেনানিবাস) আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ৭০১ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭ হাজার ৯৯৩ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৮ হাজার ৭০৮ জন।

কুমিল্লা ৮ আসনের ভোটার সংখ্যা : কুমিল্লা ৮ ( বরুড়া ) আসনে মোট ভোটার ২ লাখ ৯৬ হাজার ১২৬ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৭ হাজার ৫১৪ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৪৮ হাজার ৬১২ জন।

কুমিল্লা ৯ আসনের ভোটার সংখ্যা : কুমিল্লা ৯ ( লাকসাম ও মনোহরগঞ্জ) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ৬১ হাজার ৫৭৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮২ হাজার ৮২ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৭৯ হাজার ৪৯৫ জন।

কুমিল্লা ১১ আসনের ভোটার সংখ্যা :  কুমিল্লা ১১ ( চৌদ্দগ্রাম ) আসনে ভোটার সংখ্যা ৩ লাখ ২৮ হাজার ১৩৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬৫ হাজার ৪১৭ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬২ হাজার ৭১৭ জন।

ভোটার তালিকা সর্ম্পকে জেলা নির্বাচন অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, উল্লেখিত সংখ্যার ভোটারের হিসাব চলতি বছরের আগস্ট মাস পর্যন্ত। নিয়ম অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত ভোটার হওয়ার যোগ্য যে কেউ ভোটার হতে পারবেন। এ ছাড়াও যে কেউ নিয়মমাফিক এক এলাকা থেকে অন্য এলাকায় ভোটার হতে পারবেন। এ কারণে ভোটার সংখ্যা সামান্য কিছু বাড়তে বা কমতে পারে।

মূলতঃ বর্তমানের তালিকার ভোটারাই আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads