• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ভোটের তারিখ চূড়ান্ত করতে ইসির বৈঠক

নির্বাচন ভবন

ছবি : তানভীর আহমেদ সিদ্দিকী

নির্বাচন

ভোটের তারিখ চূড়ান্ত করতে ইসির বৈঠক

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৮ নভেম্বর ২০১৮

প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ ও ভোটগ্রহণের তারিখ চূড়ান্ত করতে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা ৭টায় প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে বিস্তারিত তফসিল ঘোষণা করবেন। বাংলাদেশে টেলিভিশন ও বেতারে একযোগে এ ভাষণ প্রচার করা হবে।

ভাষণে ভোটগ্রহণের তারিখ ও মনোনয়নপত্র দাখিলের চূড়ান্ত দিনক্ষণ ঘোষণা করবেন সিইসি। এছাড়া, মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও প্রতীক বরাদ্দসহ পূর্ণাঙ্গ তফসিল দেবেন তিনি। নির্বাচনকে ঘিরে রাজনৈতিক দলগুলো ও নির্বাচনী কর্মকর্তাদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নিদের্শনাও তুলে ধরা হবে এ ভাষণে।

তফসিল ঘোষণায় জাতীয় ঐক্যফ্রন্ট বিরোধিতা করলেও সমর্থন জানিয়েছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। গতকাল কমিশনের সঙ্গে আলাদা বৈঠকে বৃহস্পতিবার তফসিলের সিদ্ধান্তকে স্বাগত জানায় দল দুটি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads