• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আওয়ামী লীগের আজ রোববার জাপার

একাদশ জাতীয় সংসদ নির্বাচন

নির্বাচন

মনোনয়ন ফরম বিক্রি

আওয়ামী লীগের আজ রোববার জাপার

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৯ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের কাছে আজ ৯ নভেম্বর, শুক্রবার সকাল থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে আগামী রোববার থেকে মনোনয়নপত্র ফরম বিতরণ শুরু করবে জাতীয় পার্টি। জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন থেকে দলটির মনোনয়ন ফরম বিক্রি শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এবার দলটির মনোনয়ন ফরমের দাম ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা হয়েছে। আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে বলা হয়, আগ্রহী ব্যক্তিরা আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ঢাকার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় (নতুন ভবন) থেকে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে ফরম বিক্রি শুরু হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আজ শুক্রবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হবে বলে গত মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। এ প্রসঙ্গে তিনি  বলেন, ‘তফসিল ঘোষণার পরদিন থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই হিসেবে বৃহস্পতিবার তফসিল ঘোষিত হওয়ায় শুক্রবার সকাল থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম নেওয়া যাবে।’

আবদুস সোবহান গোলাপ এ প্রসঙ্গে জানান, ‘মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা রাখার জন্য গত সোমবার (৫ নভেম্বর) দেশের আটটি বিভাগের জন্য আটটি নতুন ট্রাঙ্ক কেনা হয়েছে এবং সেগুলো মনোনয়ন বিক্রি ও জমাদানের কক্ষে রাখা হয়েছে। এ ছাড়া দলের নির্বাচনী কার্যালয়ের পুরনো ও অসম্পূর্ণ কক্ষগুলোও নতুন করে সাজানো হয়েছে।’

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তফসিল ঘোষণার পরপরই মনোনয়ন ফরম বিক্রি ও জমাদানের কাজ গুছিয়ে নিতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মৌখিক নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে কার্যালয়ের সংশ্লিষ্টদের যাবতীয় প্রস্তুতি শেষ করার নির্দেশনা দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ইতোমধ্যে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানায় দলীয় সূত্রটি। এদিকে জাতীয় পার্টি আগামী রোববার থেকে মনোনয়নপত্র ফরম বিতরণ শুরু করবে চলবে বৃহস্পতিবার পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কেনা যাবে। গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দিন ১১ নভেম্বর বেলা ১১টা থেকে রাজধানীর গুলশান অ্যাভিনিউয়ের ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জাতীয় পার্টির মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ শুরু হবে। এরপর ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয় থেকে আবেদন ফরম বিতরণ করা হবে। ১৪ নভেম্বর পর্যন্ত বিক্রি অব্যাহত থাকবে। ফরমের মূল্য ধরা হয়েছে ৩০ হাজার টাকা।

ফরম বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি নিজে প্রথম আবেদন ফরমটি সংগ্রহ করে কর্মসূচির শুভ সূচনা করবেন। এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতৃবৃন্দকে (প্রেসিডিয়াম থেকে কেন্দ্রীয় সদস্য পর্যন্ত) মনোনয়ন ফরম সংগ্রহের আগে পার্টির মাসিক বকেয়া চাঁদা পরিশোধ করতে হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads