• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন জেনারেল মাসুদ

লেফটেন্যান্ট জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী

সংগৃহীত ছবি

নির্বাচন

আওয়ামী লীগের মনোনয়নপত্র নিলেন জেনারেল মাসুদ

  • সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফশিল ঘোষনার পর বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিগত সেনা সমর্থিত ওয়ান- ইলেভেন সরকারের অন্যতম কুশিলব লেফটেন্যান্ট জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি ফেনী-৩ (সোনাগাজী-দাগনভুঞা) আসনে প্রতিদ্বন্দ্বীতা করার জন্য শনিবার আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয় থেকে দলটির মনোনয়নপত্র সংগ্রহ করে। তার বাড়ী সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউপির সুলাখালী গ্রামে। তিনি সাবেক প্রধানমন্ত্রী কারারুদ্ধ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার ছোট ভাই সাইদ ইস্কান্দরের ভায়রা হলেও বিএনপির অনেকেই তারেক রহমানকে ওয়ান ইলেভেনের সময় গ্রেফতারের পর নির্যাতনের জন্য তাকে দায়ী করে থাকেন।

গত কয়েক মাস ধরে মাসুদ চৌধুরী আওয়ামী লীগে যোগ দিচ্ছেন জোর গুঞ্জনের মধ্যে তিনি দলটির মনোনয়নপত্র সংগ্রহ করলেন।

এদিকে তার মনোনয়ন সংগ্রহের খবরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচনা সমালোচনার ঝড় বইছে। আসনটির সরকার সমর্থক অনেকেই তাকে স্বাগত জানালেও প্রচুর সমালোচনা হচ্ছে।

অপরদিকে রাতে গুজব ছড়িয়ে পড়ে তিনি আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যুক্তি হিসেবে অনেকে বলছে বিএনপি জোট নির্বাচনে অংশগ্রহন করলে শরিকদের ৭০ আসন ছেড়ে দিতে পারে আওয়ামী লীগ। সেক্ষেত্র ফেনী-৩ আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয়ার সম্ভবনা থাকায় মাসুদ চৌধুরী জাতীয় পার্টি থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন। তবে বিষয়টি অস্বীকার করে বাংলাদেশের খবরকে তিনি বলেন, ‘জাতীয় পার্টির মনোনয়ন তিনি সংগ্রহ করেননি। আওয়ামী লীগ থেকে মনোনয়ন সংগ্রহ করেছি। মাননীয় প্রধানমন্ত্রী যদি নৌকার মনোনয়ন দেন তবে এলাকার মানুষের জন্য কাজ করবেন। মানুষের সেবা করতে চাই। আশাকরি প্রধানমন্ত্রী আমাকে মানুষের সেবা ও কাজ করার সুযোগ দিবেন‘।

তিনি ছাড়াও ফেনী-৩ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন সংগ্রহ করেছে আলোচিত সমালোচিত সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক জয়নাল আবদীন হাজারীসহ ১৫ জন। মাসুদ চৌধুরীর মনোনয়ন সংগ্রহের খবরে তাদের অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। নাম প্রকাশ না করার শর্তে তারা বলেছেন, বছরের পর বছর দল, নেতা-কর্মীদের জন্য শ্রম ও ত্যাগ স্বীকার করার পরও যদি দলের বাইরের কাউকে মনোনয়ন দেওয়া হয় সেটা দলের অনেক ক্ষতির কারন হবে’।

তবে ১৫ মনোনয়ন প্রার্থীর ভীড়ে ত্যাক্ত-বিরক্ত ক্ষুব্ধ নেতাকর্মীদের অনেকে মাসুদ চৌধুরীর আগমনকে স্বাগত জানিয়েছেন।

ওয়ান- ইলেভেনের পর টানা ছয় বছর অস্ট্রেলিয়ায় বাংলাদেশ হাইকমিশনারের দায়িত্ব পালন করেন জেনারেল মাসুদ। এরপর অবসরে ঢাকায় এসে একটি পাঁচতারকা মানের রেস্টুরেন্টের ব্যবসা করছেন। ওয়ান-ইলেভেনের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দেশের দূর্নীতি-অনিয়ম দূর করার অভিযানের জন্য গঠন করা ‘গুরুতর অপরাধ দমন সংক্রান্ত জাতীয় কমিটি’র প্রধান সমন্বয়ক ছিলেন মাসুদ উদ্দিন চৌধুুরী। তখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ হাই প্রোফাইল রাজনৈতিক নেতৃবৃন্দ গ্রেফতার হয়ে কারাগারে ছিলেন।

সে সময় সাভারের নবম পদাতিক ডিভিশনের জিওসি থাকা মাসুদ উদ্দিন চৌধুরী পদোন্নতি পেয়ে মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল হন। পরে ২০০৮ সালের ৪ নভেম্বর বাংলাদেশ হাইকমিশনার দায়িত্ব নিয়ে চলে যান অস্ট্রেলিয়া। স্বাভাবিক মেয়াদ শেষ হওয়ার পর বর্তমান সরকার চার দফায় তার মেয়াদ বাড়ানোয় মোট ছয় বছর অস্ট্রেলিয়ায় দায়িত্ব পালন করেন। পরে ২০১৪ সালের শেষ নাগাদ ঢাকায় ফিরে আসেন। তেজগাঁওয়ে একটি ফাইভ স্টার মানের রেস্টুরেন্ট পরিচালনা করছেন তিনি। দুই মেয়ে বিদেশে থাকায় সস্ত্রীক রেস্টুরেন্ট ব্যবসায় জড়িয়ে পড়ে ওয়ান-ইলেভেনের এই আলোচিত সেনা কর্মকর্তা।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads