• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
সাত দিন পেছাতে পারে ভোট

সিইসি নুরুল হুদা

সংগৃহীত ছবি

নির্বাচন

আজ সিদ্ধান্ত জানাবে ইসি

সাত দিন পেছাতে পারে ভোট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১২ নভেম্বর ২০১৮

সব দলকে নির্বাচনে আনতে সরকারবিরোধী বড় দুই জোটের দাবির প্রেক্ষিতে একাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর ঘোষণা আসতে পারে নির্বাচন কমিশন (ইসি) থেকে। ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টে ইসিতে নিবন্ধিত দলের সংখ্যা নেহায়েত কম নয়। তাই দশম জাতীয় সংসদ নির্বাচন বর্জন করা এসব দলের মতকে গুরুত্বের সঙ্গেই দেখছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদাসহ অপর চার কমিশনার। গতকাল রোববার দুটি ফ্রন্ট থেকে পৃথকভাবে নির্বাচন পেছানোর দাবি করা হলে সিইসি আজ সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত দেবেন বলে জানিয়েছেন। ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, দুই ফ্রন্টের দাবি রক্ষায় নির্বাচন কমিশন ভোট পেছানোর সিদ্ধান্ত নিতে পারে। তবে ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী তা এক মাস পেছানোর সম্ভাবনা একেবারেই নেই। অপর রাজনৈতিক জোট যুক্তফ্রন্টের দাবির সঙ্গে একমত হয়ে ভোট সাত দিন পেছানো হতে পারে।   

বিভিন্ন ইস্যুতে মতবিরোধ দেখা দেওয়ায় ঐক্যফ্রন্ট থেকে বিচ্ছিন্ন নেতারা যুক্তফ্রন্ট গঠন করলেও আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোর দাবিতে দুই ফ্রন্টের নেতারাই ঐকমত্য পোষণ করে নির্বাচন কমিশনে (ইসিতে) চিঠি দিয়েছেন। গতকাল রোববার দুই ফ্রন্টের প্রতিনিধিরা অভিন্ন এই দাবি লিখিতভাবে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) জানান। তবে কমিশন এ বিষয়ে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত দেয়নি। সিইসি জানিয়েছেন, নির্বাচন পেছানো হবে কি না তা আজ সোমবার জানানো হবে।

গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর এটিকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ, সংসদের বিরোধী দল জাতীয় পার্টিসহ বেশ কিছু রাজনৈতিক দল। তবে তফসিলকে ‘সরকারের ইচ্ছার প্রতিফলন’ বলে অভিযোগ জানায় রাজপথের বিরোধী দল বিএনপিসহ ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন নবগঠিত রাজনৈতিক জোট জাতীয় ঐক্যফ্রন্ট। যদিও শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা। তবে সরকারবিরোধী এই জোটটি নির্বাচনের তারিখ এক মাস পেছানোর আবেদন জানিয়েছে। আর সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বদরুদ্দোজার নেতৃত্বাধীন জোট যুক্তফ্রন্ট নির্বাচন এক সপ্তাহ পেছানোর আবেদন জানিয়েছে। গতকাল জোটগুলোর এ সংক্রান্ত চিঠিও পৌঁছেছে নির্বাচন কমিশনে।

ইসি সূত্রে জানা গেছে, দুপুরে সংবাদ সম্মেলন করে দাবি জানানোর পর বিকালে নির্বাচন কমিশনের কাছে লিখিতভাবে সংসদ নির্বাচন এক মাস পেছানোর দাবি জানায় ড. কামাল হোসেনের নেতৃত্বাধীন বিএনপি নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনের (ইসি) কাছে জমা দিয়েছে ঐক্যফ্রন্ট। চিঠি জমা দেওয়ার আগে বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের বলেন, ‘জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে ঐক্যফ্রন্ট সংসদ নির্বাচন এক মাস পেছানোর দাবি জানিয়েছিল। সেই দাবি আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনের কাছে দিতে এসেছি।’

এদিকে গতকাল বিকালে ভোটগ্রহণের তারিখসহ মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই ও প্রার্থিতা প্রত্যাহারের তারিখ পরিবর্তনের অনুরোধ জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) চিঠি পাঠিয়েছেন যুক্তফ্রন্টের চেয়ারম্যান ও বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী।  বেলা সাড়ে ৩টায় সিইসির কাছে বি. চৌধুরীর চিঠি নিয়ে যান বিকল্পধারার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক, তার সঙ্গে ছিলেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য আবদুর রউফ মান্নান, বিকল্প শ্রমজীবীধারার সভাপতি আইনুল হক ও প্রচার সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেসবাহ উদ্দিন জুন্নু।

যুক্তফ্রন্টের চিঠিতে বলা হয়েছে, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিলকে আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করেছি। ঘোষিত তফসিল অনুযায়ী স্বল্প সময়ে প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণ, যাচাই-বাছাই ও সাক্ষাৎকার ইত্যাদি ব্যবস্থা গ্রহণ কঠিন হবে। দেশে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সৎ ও সুশীল প্রার্থীদের মনোনয়ন দেওয়ার প্রয়োজনে আমরা মনে করি মনোনয়নপত্র জমা দেওয়ার তারিখ এক সপ্তাহ পিছিয়ে ১৯ নভেম্বরের পরিবর্তে ২৬ নভেম্বর করা হোক। মনোনয়নপত্র যাচাই-বাছাই ২২ নভেম্বরের পরিবর্তে ২৯ নভেম্বর, মনোনয়নপত্র প্রত্যাহার ২৯ নভেম্বরের পরিবর্তে ৫ ডিসেম্বর করা হোক। অনুরূপভাবে ভোটগ্রহণের তারিখ ২৩ ডিসেম্বরের পরিবর্তে ৩০ ডিসেম্বর করার প্রস্তাব করছি।’

ইসি সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঐক্যফ্রন্ট ও যুক্তফ্রন্টের ভোট পেছানোর দাবি নিয়ে ভাবছে নির্বাচন কমিশন। সরকারবিরোধী বড় এই দুটি জোটে নিবন্ধিত দলের সংখ্যাও নেহায়েত কম নয়। যে কারণে তাদের দাবি গভীরভাবে পর্যালোচনা করে দেখা হচ্ছে। আজ সোমবার এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। গতকাল প্রধান নির্বাচন কমিশনারও আজ সিদ্ধান্ত দেওয়া হবে বলে সাংবাদিকদের জানিয়েছেন। বিকাল সাড়ে ৫টার দিকে নির্বাচন কমিশন সচিবালয় থেকে বেরিয়ে যাওয়ার মুখে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি নুরুল হুদা বলেন, ‘আমরা সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছিলাম। আমরা গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জানিয়েছে। তাদের কেউ কেউ নির্বাচন পেছানোর বিষয়ে ইসিতে চিঠিও দিয়েছে। আমরা সোমবার বসে নির্বাচন পেছানোর বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাব।’

উল্লেখ্য, গত ৮ নভেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন সিইসি কেএম নুরুল হুদা। তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়নপত্র গ্রহণের শেষ তারিখ ঘোষণা করা হয়েছে ১৯ নভেম্বর।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads