• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ভোট পেছানোর দাবি নিয়ে কাল ইসিতে যাচ্ছে ঐক্যফ্রন্ট

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংগৃহীত ছবি

নির্বাচন

ভোট পেছানোর দাবি নিয়ে কাল ইসিতে যাচ্ছে ঐক্যফ্রন্ট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচন পেছানোসহ বিভিন্ন দাবি নিয়ে আগামীকাল বুধবার নির্বাচন কমিশনে যাচ্ছেন ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট।  ড. কামাল হোসেনের নেতৃত্বে ঐক্যফ্রন্টের এক প্রতিনিধিদল কাল দুপুর ১২টায় নির্বাচন কমিশন ভবনে যাবে।

আজ মঙ্গলবার রাজধানীর মতিঝিলে ড. কামালের চেম্বারে জোটের বৈঠকের পর সাংবাদিকদের এমন তথ্য জানান জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, ‘আমরা যে দাবিগুলো ছিল, আলোচনা করে এক মাস তফসিল পিছিয়ে দেওয়া, এটা অত্যন্ত জরুরি। এজন্য যে, যে সময়ে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, সেই সময় বড়দিনের ছুটি থাকবে। এদিনে আমাদের খ্রিস্টান সম্প্রদায়ের লোকজন, তারা উৎসবের আমেজে থাকেন। এটা তাদের সবচেয়ে বড় অনুষ্ঠান। এছাড়া নববর্ষ আসছে সেটাও একটা বড় অনুষ্ঠান।’

তিনি বলেন, তখন যে বিদেশি পর্যবেক্ষকরা আসবেন, সেই সুযোগও থাকবে না যদি নির্বাচন ওই সময়টাতে হয়। এছাড়া আরও কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আগামীকাল দুপুর ১২টায় নির্বাচন কমিশনে আমরা আলোচনা করার জন্য যাবো।

ড. কামাল হোসেনের সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত ছিলেন ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তাফা মোহসীন মন্টু, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ, জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন ও গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads