• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কুমিল্লায় ২০ জনের মনোনয়নপত্র সংগ্রহ

নির্বাচন কমিশনের লোগো

সংগৃহীত ছবি

নির্বাচন

কুমিল্লায় ২০ জনের মনোনয়নপত্র সংগ্রহ

  • কুমিল্লা প্রতিনিধি
  • প্রকাশিত ১৩ নভেম্বর ২০১৮

কুমিল্লায় জেলা  নির্বাচনী কার্যালয় থেকে ১১টি আসনের মধ্যে ১০টি আসনে এ পর্যন্ত ২০টি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।  আজ মঙ্গলবার সন্ধ্যা ৫টা পর্যন্ত জেলা নির্বাচনী কার্যালয় থেকে এসব মনোনয়নপত্র ফরম সংগ্রহ করেছেন প্রার্থী কিংবা তাদের প্রতিনিধিরা।

মনোনয়নপত্র সংগ্রহকারী প্রার্থীরা হলেন কুমিল্লা-২ ( হোমনা-তিতাস) আসনে বিএনএফ এর মো. গোলাম মোস্তফা, আওয়ামী লীগের মো. সারোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ আশরাফুল আলম ও স্বতন্ত্র প্রার্থী মো. মনোয়ার হোসেন। কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে  আওয়ামী লীগের ইউসুফ আবদুল্লাহ হারুন। কুমিল্লা-৪  (দেবিদ্বার) আসনে বিএনপির আলহাজ ইঞ্জিনিয়ার মনজুরুল আহসান মুন্সী, বিএনপির এ এফ এম তারেক ও  স্বতন্ত্র প্রার্থী ইরফানুল হক সরকার। কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে মাওলানা রাশেদুল ইসলাম। কুমিল্লা-(আদর্শ সদর) আসনে বিএনপির মনিরুল হক চৌধুরী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. তৈয়্যব। কুমিল্লা-৭ (চান্দিনায়) ২০ দলীয় জোটের অ্যাডভোকেট রেদোয়ান আহম্মেদ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আবুল কালাম। কুমিল্লা-৮ (বরুড়া) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মিজানুর রহমান। কুমিল্লা- ৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে বিএনপির রশীদ আহম্মদ হোসাইনি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সেলিম মাহমুদ।  কুমিল্লা-১০ (সদর দক্ষিণ-লালমাই ও নাঙ্গলকোট) আসনে বিএনপির মনিরুল হক চৌধুরী, বিএনপির মোবাশ্বের আলম ভুইয়া ও মো. জামাল উদ্দিন। কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনে আওয়ামী লীগের মো. মজিবুল হক।

সহকারী রিটানিং কর্মকর্তা ও সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। উল্লেখ্য আগামী ২৮ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ তারিখ, ২ ডিসেম্বর যাচাই-বাছাই, ৯ ডিসেম্বর  প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ৩০ ডিসেম্বর নির্বাচন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads