• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নির্বাচনে অংশ নেবে বাম জোট

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম

ছবি : সংগৃহীত

নির্বাচন

নির্বাচনে অংশ নেবে বাম জোট

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০১৮

আন্দোলনের অংশ হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাম গণতান্ত্রিক জোট। প্রথমে ভোটে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত থাকলেও শেষ মুহূর্তে তা পরিবর্তন করেছে বাম এই জোট। গতকাল মঙ্গলবার রাজধানীর পল্টনে মুক্তি ভবনে এক সংবাদ সম্মেলনে এই জোট নির্বাচনে অংশ নেওয়ার কথা জানায়। সংবাদ সম্মেলনে বলা হয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য বাম জোটসহ অন্যান্য রাজনৈতিক দলের উত্থাপিত দাবির সমাধান না করে নির্বাচন কমিশনের এ ধরনের ঘোষণা ‘একতরফা নির্বাচনের জন্য সরকার ফাঁদ পেতেছে’ বলে জনমনে ধারণার সৃষ্টি হয়েছে। তাই সে ফাঁদে পা না দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় বাম গণতান্ত্রিক জোট।

সংবাদ সম্মেলনে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ‘নির্বাচনে অংশ নেওয়া মানে নির্বাচন সুষ্ঠু হবে বলে মেনে নেওয়া নয়। অংশ নিচ্ছি সংগ্রামের পদ্ধতিগত অংশ হিসেবে।’

এক প্রশ্নের জবাবে মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, ২০১৪ সালে নির্বাচন না করার কারণ তখন সেটা ছিল ‘নো’ নির্বাচন। আর এবারের নির্বাচন হচ্ছে ‘ব্যাড’। পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এই জোট। পরিস্থিতি দাবি করলে তাদের জোট নির্বাচন বর্জন করতে পারে বলেও জানান তিনি।

বাম জোটের এই নেতা বলেন, বর্তমান সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব তা দেশবাসী মনে করে না। এখন  যে নির্বাচন হবে, তা অবাধ ও নিরপেক্ষ হবে না। ত্রুটিপূর্ণ নির্বাচন হবে। এছাড়া মনোনয়নপত্র কেনার সময় শোডাউন করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। মনোনয়নপত্র বিক্রিতে কোটি কোটি টাকার ব্যবসা হয়েছে উল্লেখ করে এতে ভ্যাট আদায় করা হয়েছে কি না, তা খতিয়ে দেখার আহ্বান জানান মুজাহিদুল ইসলাম সেলিম।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান সিপিবি সাধারণ সম্পাদক মো. শাহ আলম। আরো উপস্থিত ছিলেন বাম জোটের নেতা সাইফুল হক, বজলুর রশীদ ফিরোজ, আবদুস সাত্তার, হামিদুল হকসহ প্রমুখ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads