• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
হুদার নৌকায় ওঠার চেষ্টা মেয়ে চান ধানের শীষ!   

সংগৃহীত ছবি

নির্বাচন

হুদার নৌকায় ওঠার চেষ্টা মেয়ে চান ধানের শীষ!   

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৪ নভেম্বর ২০১৮

বিএনপির প্রতিষ্ঠাকালীন সদস্য সাবেক মন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা এবার আওয়ামী লীগের নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য হতে চান। এ উদ্দেশ্যে ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। অথচ দীর্ঘদিন বিএনপি থেকে বহিষ্কৃত এ নেতার মেয়ে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা চাচ্ছেন ধানের শীষ প্রতীক। তিনি বাবার পুরনো আসন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) থেকে নির্বাচন করতে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সাবেক এমপি ও বিএনপির সাবেক মন্ত্রী নাজমুল হুদা বিএনপি থেকে বের হয়ে বাংলাদেশ জাতীয় জোট নামে একটি দল গঠন করেন। তবে নিজের দল বাদ দিয়ে তিনি ঢাকা-১৭ আসনের জন্য মনোনয়ন চেয়ে ফরম কিনেছেন আওয়ামী লীগ থেকে। এই আসন থেকেই মনোনয়ন কিনেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। নাজমুল হুদা আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইলেও তার বড় মেয়ে অ্যাডভোকেট অন্তরা সেলিমা হুদা গতকাল বুধবার তার প্রতিনিধির মাধ্যমে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তার পক্ষে ফরম সংগ্রহ করেন দোহার থানা যুবদলের সাবেক সহসভাপতি ইসমাইল হোসেন। গণমাধ্যমকে ইসমাইল জানান, বাবা নাজমুল হুদা দল পরিবর্তন করলেও তার মেয়ে অন্তরা হুদা বিএনপিতেই আছেন। খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে তিনি সক্রিয়। দল মনোনয়ন দিলে বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী অন্তরা হুদা।  

এদিকে ঐতিহাসিক আসন সিলেট-১। এই আসনের বিজয়ীর দল সরকার গঠন করে। তাই বিএনপি আসনটি তার দলীয় নেতা দিয়েই প্রতিদ্বন্দ্বিতা করাতে চায়। গত তিন দিনে এই আসনে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছে চারজন। এর মধ্যে বিএনপির ভাইস-চেয়ারম্যান ইনাম আহম্মেদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা অধ্যাপক ডা. শাহরিয়ার হোসেন, খোন্দকার আবুল মোক্তাদির ও সিলেট সিটি করপোরেশনের প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস। আলোচনা আছে জাতীয় ঐক্যের শীর্ষ নেতা সাবেক ছাত্রলীগ নেতা সুলতান মো. মনসুরকে আসনটি ছেড়ে দিতে পারে বিএনপি।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads