• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতে সিইসির নির্দেশ

জাতীয় ঐক্যফ্রন্ট নেতাদের সঙ্গে গতকাল ইসির বৈঠক

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন

সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিতে সিইসির নির্দেশ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ নভেম্বর ২০১৮

নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচন কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে গতকাল বুধবার সহকারী রিটার্নিং অফিসারদের সঙ্গে বৈঠকে সিইসি এ নির্দেশ দেন। বৈঠকে ঢাকা ও ময়মনসিংহ বিভাগের সহকারী রিটার্নিং অফিসাররা উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা, সহকারী রিটার্নিং অফিসার ও থানার ওসির মধ্যে সমন্বয়ের তাগিদ দিয়ে সিইসি বলেন, কেউ যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করতে না পারে, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। রিটার্নিং অফিসারদের আইন অনুযায়ী দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে নুরুল হুদা বলেন, কোনো প্রার্থী যেন বঞ্চিত না হন, সেদিকে খেয়াল রাখতে হবে। নির্বাচনের পরিবেশ সুষ্ঠু রাখতে হবে।

সিইসি নির্বাচনে প্রার্থী এবং জনপ্রতিনিধিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন। বলেছেন, যে যেই এলাকায় দায়িত্ব পালন করবেন সেসব এলাকার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখতে হবে। যাতে যেকোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে বা সমস্যা হলে তাদের সাহায্য নেওয়া যায়। তিনি গণমাধ্যমকর্মীদের আইনের মধ্যে থেকে দায়িত্ব পালনে সহযোগিতা করতেও নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads