• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
হেভিওয়েট আসনে মনোনয়ন প্রত্যাশিদের হিড়িক

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন

নওগাঁ-৪ (মান্দা)

হেভিওয়েট আসনে মনোনয়ন প্রত্যাশিদের হিড়িক

  • প্রকাশিত ১৭ নভেম্বর ২০১৮

মুরাদ চৌধুরী, নওগাঁ


একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষনা ও বিএনপিসহ ঐক্যফ্রন্ট নির্বাচনে অংশ নেয়ার সংবাদে নওগাঁর মান্দায় উত্তপ্ত হয়ে উঠেছে ভোটের মাঠ। নওগাঁর বৃহত্তম এ উপজেলার সবখানেই একই আলোচনা এবারের নির্বাচনে কে হচ্ছেন ধানের শীষ ও নৌকার মাঝি। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতও নির্বাচনে অংশ নেবে। সব দলের অংশগ্রহণমুলক নির্বাচনকে ঘিরে আলোচনা আর সমালোচনায় মুখর এখন ভোটের মাঠ।

উপজেলা আওয়ামী লীগের দলীয় সুত্রে জানা গেছে, এ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেতে ১১ জন ফরম উত্তোলন ও জমা দিয়েছেন। এরা হলেন বর্তমান সরকারের বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামানিক এমপি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোল্লা এমদাদুল হক, সাধারণ সম্পাদক সরদার জসিম উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ব্রহানী সুলতান গামা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ আব্দুল লতিফ, আইন বিষয়ক সম্পাদক মির্জা মাহবুব বাচ্চু, স্বাধীনতা চিকিৎসক পরিষদের আজীবন সদস্য ডা. আব্দুর রহমান, মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল মান্নান, অ্যাড. আব্দুল বাকী, সুলতান মাহমুদ রায়হান ও আফজাল হোসেন।

অন্যদিকে বিএনপির একাধিক সুত্র জানান, এ আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু ও জিয়া পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইসাহাক আলী সেন্টু ইতোমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এছাড়া এ আসন থেকে বিএনপির সাবেক সংসদ সদস্য সামসুল আলম প্রামানিক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহসভাপতি মাহবুব আলম চৌধুরী, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা আব্দুল মতিন ও নওগাঁ জেলা বিএনপির সহসভাপতি ইঞ্জিনিয়ার আক্কাস আলী মোল্লা মনোনয়ন ফরম উত্তোলন করবেন বলে জানা গেছে।

এদিকে এ আসন থেকে জামায়াতও নির্বাচনে অংশ নিবে বলে দলীয় সুত্র নিশ্চিত করেছে। এ লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে দলটি। নওগাঁ জেলা জামায়াতের আমীর (পূর্ব) খন্দকার আব্দুর রাকিব স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করবেন এমনটাই নিশ্চিত করেছেন জামায়াতের মান্দা উপজেলা শাখার আমীর আমিনুল ইসলাম। তিনি বলেন, গতকাল মঙ্গলবার খন্দকার আব্দুর রাকিবের পক্ষে সহকারি রিটার্নিং কর্মকর্তা ইউএনও খন্দকার মুশফিকুর রহমানের দপ্তর থেকে স্বতন্ত্র প্রাথীর মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে।

এছাড়া জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক ও মান্দা উপজেলা শাখার সভাপতি আলতাফ হোসেন মাঠে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানা গেছে। এ আসনে সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য ডা. ফজলুর রহমান এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে নিশ্চিত করেছে সংশ্লিস্ট সুত্র।

তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দলীয় কোন্দলে এ আসনে বিএনপির অবস্থা অনেকটাই নাজুক। ভোটের আগে সকল দ্বন্দ্ব ভুলে নেতাকর্মিরা এক কাতারে না এলে আসনটি পুনরুদ্ধার তাদের জন্য কষ্টসাধ্য হয়ে দাঁড়াবে। বিএনপির জন্য আসনটি পুনরুদ্ধারে জামায়াতও বড় ফ্যাক্টর বলে অভিমত বিশ্লেষকদের।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads