• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
ঢাকা-১৭ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মুহম্মদ এরশাদ

সংগৃহীত ছবি

নির্বাচন

ঢাকা-১৭ আসনে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন এরশাদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৮ নভেম্বর ২০১৮

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে ঢাকা-১৭ আসনে নির্বাচনের জন্য মনোনয়ন পত্র সংগ্রহ করেছে জাতীয় পার্টি।

আজ দুপুরে রাজধানীর কচুক্ষেত এলাকায় সহকারি রিটানিং অফিসারের কার্যালয় থেকে এরশাদের পক্ষে মনোনয়ন পত্র গ্রহণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী।

এ সময় ফয়সল চিশতী সাংবাদিকদের বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে হুসেইন মুহম্মদ এরশাদ প্রায় দেড় লাখ ভোটের ব্যাবধানে বিজয়ী হয়েছিলেন। এই আসনে হুসেইন মুহম্মদ এরশাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। এবং ব্যাপক উন্নয়ন করেছেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসএম ফয়সল চিশতী আরো বলেন, ২০ নভেম্বর সকাল থেকে গুলশান-০১ এর ইমানুয়েল কনভেনশন মিলনায়তনে পার্টির মনোনয়ন প্রত্যাশিদের সাক্ষাতকার গ্রহণ করবেন হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads