• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
দুই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এরশাদ

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ

সংগৃহীত ছবি

নির্বাচন

দুই আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এরশাদ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৯ নভেম্বর ২০১৮

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পক্ষে ঢাকা-১৭ ও নারায়ণগঞ্জ-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছে জাতীয় পার্টি। গতকাল রোববার দুপুরে রাজধানীর কচুক্ষেত এলাকায় সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এরশাদের পক্ষে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র গ্রহণ করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি এসএম ফয়সল চিশতী।

এ প্রসঙ্গে ফয়সল চিশতী বলেন, নবম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসনে হুসেইন মুহম্মদ এরশাদ প্রায় দেড় লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। এ আসনে এরশাদের ব্যাপক জনপ্রিয়তা রয়েছে এবং ব্যাপক উন্নয়ন করেছেন তিনি। তিনি আরো বলেন, আগামী ২০ নভেম্বর সকাল থেকে গুলশান-১-এর ইমানুয়েলস কনভেনশন মিলনায়তনে পার্টির মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করবে হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টির মনোনয়ন বোর্ড।

মনোনয়ন সংগ্রহের সময় জাতীয় পার্টির বনানী থানার সভাপতি মোস্তাফিজুর রহমান নাঈম, ভাষানটেক থানার সভাপতি মো. মনিরুজ্জামান, ক্যান্টনমেন্ট থানার সভাপতি ইব্রাহিম খান, গুলশান থানার সাধারণ সম্পাদক আবদুস সাত্তার, বনানী থানার সাধারণ সম্পাদক মো. মামুনুর রহমান, বনানী থানার সাংগঠনিক সম্পাদক মো. মারজান উপস্থিত ছিলেন।

অপরদিকে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন চেয়ারম্যানের যুববিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম ভুইয়া। এ প্রসঙ্গে রূপগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় যুব সংহতির সভাপতি মো. সাইফুল ইসলাম বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে মনোনয়নপত্র ক্রয় করায় সাধারণ জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads