• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
দায়িত্ব পালনে পর্যবেক্ষকদের সতর্ক করলেন ইসি সচিব

ইসি অতিরিক্ত সচিব হেলালুদ্দীন

সংরক্ষিত ছবি

নির্বাচন

পর্যবেক্ষণে থাকছে দেশীয় ১১৮ সংস্থা

দায়িত্ব পালনে পর্যবেক্ষকদের সতর্ক করলেন ইসি সচিব

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২০ নভেম্বর ২০১৮

নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানিয়েছেন, এবার নির্বাচন পর্যবেক্ষণে ১১৮ দেশীয় সংস্থা থাকবে। তবে তারা গণমাধ্যমকে প্রতিক্রিয়া জানাতে পারবেন না। কিন্তু পরে প্রতিবেদন দিতে পারবেন।

আজ মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয়ে পর্যবেক্ষক সংস্থার প্রতিনিধিদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ইসি অতিরিক্ত সচিব হেলালুদ্দীন বলেন, ‘পর্যবেক্ষণ যারা করবেন, তাদের কয়েকটি বিষয়ে আপনারা সাবধান বাণী উচ্চারণ করবেন, নির্বাচন কমিশনের কাছ থেকে যেটি পরিচয়পত্র দেয়া হবে, তারা যখন কেন্দ্র পর্যবেক্ষণে যাবেন, তখন সেটি সারাক্ষণ গলায় ঝুলিয়ে রাখতে হবে। কারণ যে কোনো সময় যে কোনো ব্যক্তি ওখানে গেলে পড়ে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মেজিস্ট্রেট, তারা যদি দেখতে চান, জানতে চান, তা হলে তারা যাতে বুঝতে পারেন, আপনি একজন পর্যবেক্ষক।’

ইসি সচিব আরও বলেন, ‘পর্যবেক্ষকদের পরিচয়পত্র যাতে ভুয়া না হয়, এ জন্য আমরা অধিকতর সতর্কতা, নিরাপত্তার সঙ্গে এ কার্ডটি তৈরি করব। যাতে অন্যরা এটি নকল করতে না পারেন। ভুয়া কোনো কার্ড যাতে ইস্যু করতে না পারেন।’

তিনি পর্যবেক্ষকদের সতর্ক করে বলেন, পর্যবেক্ষক কোনও লাইভ সম্প্রচারে অংশ নিতে পারবেন না। সেইসঙ্গে পর্যবেক্ষক যেনো এমন কোনও আচরণ না করেন, যাতে করে তিনি পক্ষপাতিত্ব করছেন বোঝা যায়। পর্যবেক্ষক গলায় কার্ড ঝুলিয়ে কেন্দ্রের পাশে দাঁড়িয়ে থাকবেন। তিনি শুধু দেখবেন, অবজার্ভ করবেন, বুঝবেন। তার রিপোর্ট জমা দেওয়ার আগে কোনও মন্তব্য করতে পারবেন না।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads