• মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪২৯
১৫ ডিসেম্বরের পর মাঠে থাকবে সশস্ত্র বাহিনী : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা

সংগৃহীত ছবি

নির্বাচন

১৫ ডিসেম্বরের পর মাঠে থাকবে সশস্ত্র বাহিনী : সিইসি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ২২ নভেম্বর ২০১৮

সংসদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আগামী ১৫ ডিসেম্বরের পর থেকে পুলিশের সঙ্গে মাঠে থাকবে সশস্ত্র বাহিনী। সশস্ত্র বাহিনীর ছোট টিম এ লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তারা পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করবে বলেও জানান সিইসি।

আজ বৃহস্পতিবার (২২ নভেম্বর) আইনশৃঙ্খলা বিষয়ক এক বিশেষ সভার উদ্বোধনী বক্তব্যে সিইসি এ কথা বলেন।

পুলিশ প্রশাসনকে উদ্দেশ করে কেএম নূরুল হুদা বলেন, যদি তথ্য সংগ্রহ করার প্রয়োজন হয়, তাহলে কোনও ব্যক্তির তথ্য গোপন সূত্র ব্যবহার করে সংগ্রহ করতে পারেন। বাড়িতে বাড়িতে গিয়ে তাদেরকে জিজ্ঞেস করার দরকার নেই। এটা নিয়ে নানা প্রশ্ন ওঠে এতে করর্মকর্তারা বিব্রত হন। আমরা এটা চাই না।

সিইসি আরো বলেন, তফসিল ঘোষণার পর কাউকে বিনা ওয়ারেন্টে গ্রেফতার করবেন না। মামলা করবেন না। কাউকে হয়রানিমূলক মামলা বা গ্রেফতার করা যাবে না।

অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে প্রশ্নবিদ্ধ না হয়, সে বিষয়টি লক্ষ্য রাখবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads