• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
আসবে ইইউর বিশেষজ্ঞ ও মার্কিন দল

নির্বাচন ভবন

ছবি: সংগৃহীত

নির্বাচন

স্থানীয় পর্যবেক্ষকদের অর্থায়ন করবে ব্রিটেন

আসবে ইইউর বিশেষজ্ঞ ও মার্কিন দল

  • আহমদ আতিক
  • প্রকাশিত ২৩ নভেম্বর ২০১৮

বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে স্থানীয় পর্যবেক্ষকদের অর্থায়ন করবে ব্রিটেন। অন্যদিকে নির্বাচন পর্যবেক্ষণ করতে ছোট একটি বিশেষজ্ঞ দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আসতে পারেন মার্কিন পর্যবেক্ষকও। ইউরোপের কোনো কোনো দেশের স্বতন্ত্র পর্যবেক্ষক আসার সম্ভাবনাও রয়েছে। পর্যবেক্ষক আনতে করণীয় নির্ধারণে উচ্চপর্যায়ের বৈঠক ডেকেছে নির্বাচন কমিশন (ইসি)।

নির্বাচনে ব্রিটেনের ভূমিকার বিষয়ে দেশটির পার্লামেন্টের বাংলাদেশ বিষয়ক সর্বদলীয় কমিটির চেয়ারপারসন অ্যান মেইন এমপির এক প্রশ্নের জবাবে ব্রিটিশ ফরেন অ্যান্ড কমনওয়েলথ দফতরের প্রতিমন্ত্রী মার্ক ফিল্ড গত বুধবার বলেন, বাংলাদেশের আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে যুক্তরাজ্য স্থানীয় পর্যবেক্ষকদের অর্থায়ন করবে। লিখিত ওই জবাবে মার্ক ফিল্ড বলেন, বাংলাদেশে আসন্ন নির্বাচনে আন্তর্জাতিক মহলের নজরদারির প্রয়োজনীয়তার কথা অব্যাহতভাবে তুলে ধরেছে ব্রিটেন। ইইউও একটি নির্বাচন বিশেষজ্ঞ দল পাঠাতে সম্মত হয়েছে। এর পাশাপাশি নির্বাচন পর্যবেক্ষণে স্থানীয় পর্যবেক্ষকদের অর্থায়ন করবে ব্রিটেনের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ।

মার্ক ফিল্ড আরো জানান, বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে অব্যাহতভাবে নিজেদের অবস্থান তুলে ধরেছে ব্রিটেন। নির্বাচন কমিশন যাতে কোনো প্রকার হস্তক্ষেপ ছাড়াই নিরপেক্ষভাবে কাজ করতে পারে তা নিশ্চিত করতে ঢাকায় ব্রিটিশ দূতাবাসের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, ইইউর সূত্র জানিয়েছে, আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন পর্যবেক্ষণে ইইউর একটি ছোট্ট দল চলতি মাসের শেষে ঢাকায় আসবে। নির্বাচন শেষে বাংলাদেশ সরকার এবং ইইউসহ সংশ্লিষ্টদের কাছে আনুষ্ঠানিক প্রতিবেদন দাখিল করবে দলটি। এ বিষয়ে ঢাকায় ইইউর রাষ্ট্রদূত রেনজে তিয়ারিঙ্ক জানান, এবার ইইউ বড় কোনো মনিটরিং টিম পাঠাচ্ছে না। তবে ভোট এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির ওপর গভীর পর্যবেক্ষণ রয়েছে ইইউর।

সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেন, ইইউর পর্যবেক্ষক থাকা মানে হলো নির্বাচনকে আন্তর্জাতিক বৈধতা দেওয়া। কারণ, ইইউর নির্বাচন পর্যবেক্ষণ বডি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি প্রতিষ্ঠান।

এর আগে ২০০১ ও ২০০৮ সালে ইইউর বিরাটসংখ্যক পর্যবেক্ষক বাংলাদেশের জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ করলেও ২০১৪ সালে তারা আসেননি। ২০১৭ সালের ১৮ ডিসেম্বর নির্বাচন কমিশনের পক্ষ থেকে এক চিঠিতে ইইউকে এবারের জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর আমন্ত্রণ জানানো হয়।

কূটনৈতিক সূত্র জানায়, আসন্ন নির্বাচনচিত্র পর্যবেক্ষণে ডিসেম্বরের প্রথম সপ্তাহেই বড় মনিটরিং টিম পাঠাবে যুক্তরাষ্ট্র।

এদিকে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানে সরকারের ভূমিকার বিষয়টি গত ১৫ নভেম্বর কূটনীতিকদের জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

বিদেশি পর্যবেক্ষক আনতে আগামী ২৫ নভেম্বর উচ্চপর্যায়ের বৈঠকে বসছে ইসি ও সংশ্লিষ্টরা। পর্যবেক্ষকদের আনতে জোর প্রক্রিয়া চালাচ্ছে। যদিও বিষয়টি নির্ভর করছে সংশ্লিষ্ট সংস্থার ওপর। কেননা নির্বাচন পর্যবেক্ষণের জন্য বিদেশিদেরই আবেদন করতে হয়। কেউ আবেদন করলে যেন সঙ্গে সঙ্গে সাড়া দিয়ে এ বিষয়ে ত্বরিত ব্যবস্থা নেওয়া হয়, তা ঠিক করতেই মূলত উচ্চপর্যায়ের বৈঠকটি ডেকেছে ইসি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads