• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
আমি বিশ্বাসও করতে চাইনা তিনি এমনটা করেছেন : মির্জা আব্বাস

মির্জা আব্বাস ও রাশেদ খান মেনন

সংগৃহীত ছবি

নির্বাচন

মেনন সাহেব সব সময়ই আমার কাছে সম্মানের

আমি বিশ্বাসও করতে চাইনা তিনি এমনটা করেছেন : মির্জা আব্বাস

  • আসিফ উল আলম সোহান
  • প্রকাশিত ০৫ ডিসেম্বর ২০১৮

মির্জা আব্বাস কে কেন এতো ভয় ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেননের কাছে এমন প্রশ্ন রেখেছেন নির্বাচনী এলাকায় জনগণ। তারা বলেন, ‘এই এলাকায় একটা সম্প্রীতি আছে। মির্জা আব্বাস দু’বার নির্বাচন করেনি। এবার ঢাকা-৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তিনি। নির্বাচনের আগেই বাকা পথে যাওয়ার কি প্রয়োজন। এলাকার জনগণের কথা হচ্ছে ভোটের মাঠে লড়াই হবে। জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণ যাকে ভোট দেবে তিনিই বিজয়ী হবেন। আবারোকি ফাকা মাঠে গোল দিতে চায় মেনন সাহেব । জনগণ এখন অনেক বিচক্ষণ, ভোটারগণ বিষয়টি ভালো করেই বুঝেন। মির্জা আব্বাস যে হলফ নামা জমা দিয়েছেন সেটির সকল তথ্য আগে ভাগে মেনন সাহেবের কাছে কি করে গেল এরকম প্রশ্নও এলাকার জনগনের।

উল্লেখ্য, আজ বুধবার দুপুরে নির্বাচন ভবনে রাশেদ খান মেননের পক্ষে আবেদনটি জমা দিয়েছেন আইনজীবী জিয়াদ আল মালুম। জিয়াদ আল মালুম বলেন, হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে মির্জা আব্বাসের প্রার্থীতা বাতিল চেয়ে রাশেদ খান মেননের পক্ষে নির্বাচন কমিশনে আপিল করা হয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, ‘হলফনামায় মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস ঋণখেলাপি এটা গোপন করেছেন। এছাড়া মির্জা আব্বাস হলফনামায় লিখেছেন, তার স্ত্রী তার কাছে ৭৩ লাখ টাকার বেশি পাবেন। আবার স্ত্রী লিখেছেন, তিনি তার স্বামীর কাছে ১ কোটি টাকা পাবেন’।

এই বিষয়ে জানতে চেয়ে মির্জা আব্বাসের সাথে কথা বললে বাংলাদেশের খবরকে তিনি বলেন, ‘বিষয়টি আমিও শুনেছি তবে এই নিয়ে আমি কিছু বলতে চাইনা, সত্যি বলতেকি আমি বিশ্বাসও করতে চাইনা উনারমতন একজন সম্মানিত বর্ষীয়ান নেতা, আমি আমার ছাত্র রাজনীতি সময় থেকে উনাকে নেতা হিসেবে চিনি। যার পরিবারের সাথে আমার এতদিনের ব্যক্তিগত সুসম্পর্ক র‍য়েছে তিনি এমনটা করেছেন। মেনন সাহেব আমার কাছে সম্মানের একজন মানুষ ছিলেন এবং ভবিষ্যতেও থাকবেন। এ সকল বিষয় নির্বাচন কমিশনের তারাই সেটি দেখবেন। আমার কোনো বক্তব্য নেই’।

ইতিমধ্যে নির্বাচনে অংশ নেওয়ার জন্য ঢাকা-৮ আসনে মনোনয়নপত্র জমা দিয়ে বৈধতা পেয়েছেন মির্জা আব্বাস। এদিকে একই আসনে রাশেদ খান মেনন মহাজোট মনোনীত প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করবেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads