• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
চিকিৎসা-পরামর্শ থেকে রুহুলের আয় ২৮ লাখ

ডা. আ ফ ম রুহুল হক

সংরক্ষিত ছবি

নির্বাচন

চিকিৎসা-পরামর্শ থেকে রুহুলের আয় ২৮ লাখ

  • সাতক্ষীরা প্রতিনিধি
  • প্রকাশিত ০৬ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৩ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য প্রার্থী ডা. আ ফ ম রুহুল হক অন্য চার প্রার্থীর চেয়ে সম্পদে এগিয়ে রয়েছেন। ২০০৮ ও ২০১৪ সালের নির্বাচনে মহাজোট থেকে সংসদ সদস্য নির্বাচিত হন রুহুল হক। তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

হলফনামায় আ ফ ম রুহুল হক উল্লেখ করেছেন, বছরে কৃষি খাত থেকে তার আয় ৮০ হাজার টাকা, বাসা ভাড়া থেকে আয় ৫ লাখ ৯২ হাজার ৬৭৮ টাকা, ব্যবসা থেকে আয় ৫ লাখ ২০ হাজার ৬৮৯ টাকা, শেয়ার-সঞ্চয়পত্র ও ব্যাংক আমানত থেকে আয় ৪৭ লাখ ৩০ হাজার ১০৪ টাকা, চিকিৎসা পরামর্শ থেকে আয় ২৮ লাখ টাকা, সংসদ সদস্য হিসেবে সম্মানী পান ২৫ লাখ ৭৫ হাজার ৭৯০ টাকা, করমুক্ত গাড়ি বিক্রি করে আয় ৩ লাখ টাকা।

তার নগদ টাকা ১ লাখ ৫৫ হাজার টাকা, স্ত্রীর আছে ৭০ হাজার টাকা, ব্যাংকে জমা ১ কোটি ৪৪ লাখ ৪ হাজার ৪০৬ টাকা, স্ত্রীর নামে আছে ৪৫ লাখ ৩৯ হাজার ৫৩ টাকা, শেয়ার বাজারে আছে ১ কোটি ৫১ লাখ ৫২ হাজার ১৮৫ টাকা, স্ত্রীর নামে ২ কোটি ১০ লাখ ৩৮ হাজার টাকা, ব্যাংকে স্থায়ী আমানতে বিনিয়োগ ৩ কোটি ৯৩ লাখ ৫৬ হাজার ৩৮৬ টাকা, স্ত্রীর নামে আমানত ৫৪ লাখ ১৬ হাজার ৮৯৭ টাকা, যানবাহন থেকে ৯৫ লাখ ৫৫ হাজার টাকা, স্বর্ণ ৮০ হাজার টাকা, স্ত্রীর স্বর্ণ ৩ লাখ টাকা, ইলেকট্রনিক সামগ্রী ৬০ হাজার টাকা, আসবাবপত্র দেড় লাখ টাকা, কৃষি জমি ৫ একর, অকৃষি জমি ২ লাখ ৭০ হাজার টাকা, আবাসিক/বাণিজ্যিক বাসা ১ কোটি ১৬ লাখ ৭০ হাজার ৭৬২ টাকা ও দুটি ফ্ল্যাট ৫৬ লাখ টাকা। এ ছাড়া ডাচ-বাংলা ব্যাংকে ৯৬ লাখ ২৪ হাজার ৪৭২ টাকা ঋণ রয়েছে রুহুল হকের।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads