• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
ঢাকায় যাদের বেশি আসন, তারাই করে সরকার গঠন

জাতীয় সংসদ

সংগৃহীত ছবি

নির্বাচন

খবরের কাগজে সংসদ

ঢাকায় যাদের বেশি আসন, তারাই করে সরকার গঠন

  • আসিফ উল আলম সোহান
  • প্রকাশিত ০৯ ডিসেম্বর ২০১৮

ঢাকার গুরুত্বপূর্ণ ২০টি আসনে বিএনপি নেতৃত্বাধীন জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে লড়বেন যারা-

বাংলাদেশের একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চলছে নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি। আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে একাদশ নির্বাচন। রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থিতা চূড়ান্ত করেছে। জাতীয় সংসদ নির্বাচনে রাজধানী ঢাকা শহরের আসনগুলো সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক-এগারোর আগে ঢাকার মোট আসন সংখ্যা ছিল ১৩টি। অষ্টম জাতীয় সংসদ নির্বাচন থেকে জনসংখ্যার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণের মাধ্যমে সংযোজন বিয়োজন করে মোট ২০টি আসনে ঢাকা শহরকে ভাগ করা হয়। পূর্বের পরিসংখ্যানগুলোয় দেখা যায়, ঢাকার অধিকাংশ আসন যে দল বা জোটের দখলে থাকে মূলত তারাই জাতীয় সংসদে সরকার গঠন করেছে। ঢাকার ২০টি আসনের বিএনপি নেতৃত্বাধীন জোট ও ঐক্যফ্রন্টের প্রার্থীদের (সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী) সঙ্গে কথা বলে তাদের নির্বাচনী প্রতিশ্রুতির বিষয়গুলো নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের খবরের কাগজের সংসদ। সহযোগিতায় সৈয়দ ফয়জুল আল আমীন,  গ্রাফিক্স ডিজাইনে মোনায়েম ইসলাম, পরিকল্পনা সাক্ষাৎকার গ্রহণ ও সম্পাদনায় আসিফ উল আলম সোহান।  

 

12062017015429pm102

ঢাকার মানচিত্র 

 

ঢাকার ২০টি আসনে সর্বমোট ভোটার সংখ্যা ৭৭,৩১,৫৮৮ জন

পুরুষ ভোটার ৪০,০২,৪৬৩ জন।

নারী ভোটার ৩৭,২৯,১২৫ জন।

বিগত নির্বাচনগুলোতে দলীয় অবস্থান

. ১০ম সংসদ নির্বাচন (২০১৪ সাল, আসন ২০টি) 

      আ.লীগ ১৪টি, জাতীয় পার্টি ৩টি ও অন্যান্য ৩টি।

. ৯ম সংসদ নির্বাচন (২০০৮ সাল, আসন ২০টি)

      ১৮টি আ.লীগ, ১টি জাপা, ১টি অন্যান্য।

. ৮ম সংসদ নির্বাচন (২০০১ সাল, আসন ১৩টি)

      ১৩টি আসনের সবগুলোই বিএনপির দখলে আসে।

. ৭ম সংসদ নির্বাচন (১৯৯৬ সাল, আসন ১৩টি)

      আসন সংখ্যা ১৩টি,  বিএনপি ৭টি, আওয়ামী লীগ ৬টি

. ৫ম সংসদ নির্বাচন (১৯৯১ সাল, আসন ১৩টি)

      ১৩টি আসনে সবগুলোতেই বিএনপি বিজয়ী হয়।

 

 

 

1-1

2._3

3._3

4.

5.

6.

7.

8.

9.

1._3

11.

12.

13.

14.

15.

16.

17.

18.

19.

20.

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads