• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
মানিকগঞ্জে যুবলীগের হামলায় বিএনপির প্রার্থীর পথসভা পণ্ড

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

মানিকগঞ্জে যুবলীগের হামলায় বিএনপির প্রার্থীর পথসভা পণ্ড

  • মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশিত ১১ ডিসেম্বর ২০১৮

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া যুবলীগ ও ছাত্রলীগের হামলায় মানিকগঞ্জ- ৩ আসনের বিএনপি প্রার্থী আফরোজা খান রিতার মাজার জিয়ারত ও কয়েকটি পথসভা পণ্ড হয়ে গেছে।  আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে সাটুরিয়া কালুশাহ মাজার প্রাঙ্গণে এ হামলার ঘটনা ঘটে।

এ হামলায় ছাত্রদল ও বিএনপির ১০ নেতা আহত হয়েছে। পরে পথসভা না করে বিএনপি প্রার্থী সাটুরিয়া ত্যাগ করেন।

বিএনপির নেতা কর্মীরা জানান, মানিকগঞ্জ- ৩ আসনের বিএনপি প্রার্থী আফরোজা খান রিতা মঙ্গলবার বিকালে সাটুরিয়া কালুশাহ মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে প্রচারণা হিসেবে সাটুরিয়া, ভাটারা এবং দরগাম বাজারে পথসভা করার কথা ছিল। কিন্তু বিএনপি প্রার্থী আফরোজা খান রিতা মাজার প্রাঙ্গণে আসার সঙ্গে সঙ্গে সাটুরিয়া যুবলীগ ও ছাত্রলীরগের নেতা কর্মীরা স্লোগান দিতে থাকেন। কোনো রকম বিএনপির নেতা কর্মীরা রিতা কে মাজার জিয়ারত করার ব্যবস্থা করে দেন। পরে বের হতে গেলে যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা বিএনপির কর্মীদের ওপর হামলা করে।

এ সময় উপজেলা ছাত্রদলের নেতা মো. ফরিদ হোসেন, তালুকদার জুয়েল, রনি আহমেদ, রুবেল আহমেদ ও উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. মহসিন উজ্জামান আহত হন।

পরে বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা তার সমর্থক নিয়ে সাটুরিয়া বটতলায় পথ সভা করতে গেলে সেখানেও বাধা দেন যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা। বাজারে বিএনপি ও যুবলীগ ও ছাত্রলীগে নেতাকর্মীদের স্লোগান দিতে থাকে। এসময় সাটুরিয়া থানা পুলিশ এসে পরিস্তিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে আফরোজা খান রিতা বলেন, আমাদের মাজার জিয়ারত করে আনুষ্ঠানিকভাবে ধানের শীষের প্রচারণায় নামার কথা ছিল। কিন্ত মাজার প্রাঙ্গণেই সাটুরিয়া যুবলীগ ও ছাত্রলীগ আমাদের ওপর হামলা করে পথসভায় বাধা দেয়। এ বিষয়ে মানিকগঞ্জ জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা নিকট লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads