• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
বাধা উপেক্ষা করে ব্যাপক গণসংযোগে আফরোজা আব্বাস

গণসংযোগে আফরোজা আব্বাস

নির্বাচন

বাধা উপেক্ষা করে ব্যাপক গণসংযোগে আফরোজা আব্বাস

  • আসিফ উল আলম সোহান
  • প্রকাশিত ১৪ ডিসেম্বর ২০১৮

প্রচারনার প্রথম দিন থেকেই আওয়ামী লীগের সন্ত্রাসীদের হামলা গাড়ি ভাংচুর আর পুলিশি ধরপাকড় দমাতে পারেনি ঢাকা ৯ আসনে বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্ট মনোনীত প্রার্থী আফরোজা আব্বাসকে। আজ শুক্রবার সারাদিন চলে তার ব্যাপক গণসংযোগ। গত কয়েকদিনের অব্যাহত হামলার পর তিনি আজো নানা বাধা বিপত্তি পেরিয়ে বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারনায় নামেন। তিনি আজ বিকাল সাড়ে ৩ টা থেকে সবুজবাগ থানার মাদারটেক উত্তর পাড়া থেকে সিঙ্গারোড, আদর্শ পাড়া থেকে আবদুল আজিজ স্কুল এলাকা চষে বেড়ান। এ সময় তিনি স্থানীয় নানা শ্রেণী এবং পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন।

48405430_2246916652246226_3978920787494043648_n

এছাড়াও আগামী ৩০ ডিসেম্বর ধানের শীষ মার্কায় ভোট দেওয়ার আহবান জানিয়ে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরন করেন তিনি। ঢাকা ৯ আসনের প্রার্থী আফরোজা আব্বাস এ সময় গণমাধ্যমকে বলেন, ‘নির্বাচনী প্রচারনায় বারবার হামলা করা হচ্ছে। একদিকে গ্রেফতার অন্যদিকে হামলা করে নির্বাচনী পরিবেশকে উত্তপ্ত করে তোলা হচ্ছে। নির্বাচনে সমতল মাঠ সৃষ্টি করতে আমরা আবারো নির্বাচন কমিশনের কাছে আহবান জানাই’। আফরোজা আব্বাসের সাথে এসময় বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads