• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

হামলার প্রতিবাদে কাঁথা-বালিশ নিয়ে রির্টানিং কর্মকতার অফিসে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

নির্বাচন

হামলার প্রতিবাদে কাঁথা-বালিশ নিয়ে রির্টানিং কর্মকতার অফিসের সামনে শুয়ে পরলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

  • আসিফ উল আলম সোহান
  • প্রকাশিত ১৬ ডিসেম্বর ২০১৮

হামলার প্রতিবাদে কাঁথা- বালিশ নিয়ে রির্টানিং কর্মকতার অফিসের সামনে শুয়ে পরলেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী

বিশেষ প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে স্বতন্ত্র প্রার্থী আব্দুল লতিফ সিদ্দিকীর নির্বাচনী প্রচারণার গাড়িবহরে হামলা ও ভাঙচুর করা হয়েছে।

রবিবার বেলা সাড়ে ১১টায় কালিহাতী উপজেলার গোহালিয়া ইউনিয়নের সড়াতৈল এলাকায় গণসংযোগের সময় এ ঘটনা ঘটে। হামলার সময় চারটি গাড়ি ভাঙচুর করা হয়।

এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাসান ইমাম খান সোহেল হাজারীর সমর্থকরা এ হামলা করেছে অভিযোগ করেছেন লতিফ সিদ্দিকী।

এদিকে এ ঘটনার প্রতিবাদে জেলা রিটার্নিং কর্মকর্তার অফিসের সামনে অবস্থান ধর্মঘট পালন করছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এই মন্ত্রী। এক পর্যায়ে বাসা থেকে কাঁথা-বালিশ এনে, সেখানে শুয়ে পরেন তিনি। বিকেল ৪টার দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তার অফিসের সামনে অবস্থান করছিলেন।

লতিফ সিদ্দিকী জানান, সকালে কালিহাতীর গোহালিয়া বাড়ি এলাকায় নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় সেখানকার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা করে।

এতে তার ব্যক্তিগত গাড়িসহ আরও তিনটি গাড়ি ভাঙচুর করা হয়।

এসময় ইটের আঘাতে তার কয়েকজন নেতাকর্মী আহত হয় বলে অভিযোগ করেন তিনি।

এ ব্যাপারে স্থানীয় সংসদ সদস্য হাসান ইমাম খান জানান, আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গাড়িবহরে হামলা করেনি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে লতিফ সিদ্দকী মানহানিকর বক্তব্য দেয়ায় স্থানীয় জনতা তার গাড়িবহরে হামলা করেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads