• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
ঐক্যফ্রন্টের প্রতিশ্রুতি ‘ভূতের মুখে রাম নাম’ : আ.লীগ

সংগৃহীত ছবি

নির্বাচন

ঐক্যফ্রন্টের প্রতিশ্রুতি ‘ভূতের মুখে রাম নাম’ : আ.লীগ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৭ ডিসেম্বর ২০১৮

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেছেন, ‘তারেক রহমান দুর্নীতির দায়ে দণ্ডিত। খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, তখন হাওয়া ভবন তৈরি করে দুর্নীতির আখড়া তৈরি করেছিলেন। তিনি (খালেদা জিয়া) নিজে দুর্নীতির দায়ে দণ্ডিত। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘জাতীয় ঐক্যফ্রন্টের ইশতেহারের প্রতিশ্রুতিগুলো জনগণের সঙ্গে তামাশার শামিল’ বলে মনে করে আওয়ামী লীগ।

তিনি বলেন, ‘ঐক্যফ্রন্টের ইশতেহারে যুদ্ধাপরাধেরচার চলমান রাখা ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের ঘোষণা মানুষের সঙ্গে নেহায়েত প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তাদের মুখে দুর্নীতিমুক্ত সমাজ গড়ার কথা ভূতের মুখে রাম নাম। দেশের মানুষ কোনোভাবেই বিশ্বাস করে না তারা দুর্নীতি দূর করবে। এটা ভোটের রাজনীতিতে অবস্থান তৈরি করার জন্য মানুষকে বিভ্রান্ত করার অপকৌশল মাত্র।’

সোমবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান দলের পক্ষে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। এর আগে একই দিন সকালে হোটেল পূর্বাণীতে আয়োজিত এক অনুষ্ঠানে ঐক্যফ্রন্ট তাদের ইশতেহার ঘোষণা করে।

আবদুর রহমান বলেন, ‘ঐক্যফ্রন্ট ক্ষমতায় গেলে যুদ্ধাপরাধের বিচার চলমান রাখবে, এটা দেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্য নয়। কারণ, জামায়াতের অনেক নেতা ও যুদ্ধাপরাধীদের সন্তান ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ ধরনের প্রতিশ্রুতি হাস্যকর ছাড়া আর কিছুই নয়। ঐক্যফ্রন্ট নেহায়েত রাজনৈতিক অপকৌশলের অংশ হিসেবে মানুষকে বিভ্রান্ত করতেই এ ধরনের ইশতেহার দিয়েছে। তাদের এ অপকৌশল কখনো সফল হবে না।’

আওয়ামী লীগের এ নেতার প্রশ্ন, ‘যারা যুদ্ধাপরাধীদের আশ্রয় দিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, তারা কীভাবে এ বিচার প্রক্রিয়া চলমান রাখবেন?’ তিনি বলেন, ‘বিএনপি নেতা তারেক রহমান দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে লন্ডনে ফেরারি জীবনযাপন করছেন। কে না জানে বিএনপি নেত্রী খালেদা জিয়া এতিমের টাকা চুরির দায়ে জেলে রয়েছেন। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন হাওয়া ভবন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছিল।’

আবদুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশের যে উন্নয়ন হয়েছে, তার ধারাবাহিকতা রক্ষায় দেশের মানুষ আবারো বঙ্গবন্ধুর কন্যাকে নির্বাচিত করার জন্য প্রস্তুত। জাতীয় ঐক্যফ্রন্ট ও বিএনপির নেতারা সেই দুর্ভাবনা থেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছেন। আর তাই বিএনপির নেতারা তাদের মনোনয়নবাণিজ্য নিয়ে দলের অভ্যন্তরীণ বিরোধে সহিংসতাকে সরকারের ওপর চাপিয়ে নির্বাচন বানচালের অজুহাত তৈরি করছেন।’

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads