• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯
থামছেই না সহিংসতা

নির্বাচন কমিশন সচিবালয়

সংগৃহীত ছবি

নির্বাচন

থামছেই না সহিংসতা

  • ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর ২০১৮

* সাভারে বিএনপি প্রার্থীর প্রচারণায় হামলা

* রামগতিতে রবের নির্বাচনী অফিসে তালা

* মঠবাড়িয়ায় মহাজোট প্রার্থীর অফিস ভাঙচুর-হামলা

* সখীপুরে ছাত্রলীগ নেতাকে মারধর, ঐক্যফ্রন্ট প্রার্থীর গাড়ি ভাঙচুর

* দুমকিতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা-মারধর

* নাঙ্গলকোটে বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ভাঙচুর

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অষ্টম দিন গতকাল সোমবারও সারা দেশে নির্বাচনী সহিংসতা হয়েছে। কিছুতেই থামছে না নির্বাচনী সহিংসতা। সাভারের আমিনবাজারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি প্রার্থীর সমর্থকদের ওপর আওয়ামী লীগ সমর্থনকারীরা হামলা চালিয়েছে। হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। লক্ষ্মীপুরের কমলনগরে ঐক্যফ্রন্ট প্রার্থী জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের নির্বাচনী অফিসে হামলা ও তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। পিরোজপুরের মঠবাড়িয়ায় মহাজোট মনোনীত জাতীয় পার্টির নেতা ডা. রুস্তুম আলী ফরাজির লাঙ্গল প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর ও হামলার অভিযোগে একজন আটক হয়েছে। এ ঘটনায় মঠবাড়িয়া থানায় ১৯ জনের নামে ও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা হয়েছে। টাঙ্গাইলের সখীপুরে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আযাদ হীরাকে মারধর করেছে ঐক্যফ্রন্টের কর্মী-সমর্থকরা। পটুয়াখালীর দুমকিতে ৮ বিএনপি নেতাকর্মীর ওপর আকস্মিক হামলা ও মারধর চালিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা। এছাড়া কুমিল্লার লাঙ্গলকোটে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, বাড়িঘর ও দলীয় অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের বিরুদ্ধে। প্রতিনিধিদের পাঠানো খবর।

সাভার : আমিনবাজারে নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিএনপি প্রার্থীর সমর্থকদের ওপর আওয়ামী লীগ সমর্থনকারীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। হামলায় কমপক্ষে ২০ জন আহত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের হিজলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ বিএনপির চারজন নেতাকর্মীকে আটক করেছে। তবে প্রাথমিকভাবে তাদের নাম জানায়নি পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, গতকাল সকাল থেকে আমিনবাজারের হিজলা গ্রামে ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি নেতাকর্মীদের নিয়ে লিফলেট বিতরণ করে প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় সাভার থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান হাজী কফিল উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা সঙ্গে ছিলেন। হঠাৎ বেলা সাড়ে ১১টার দিকে আমিনবাজারের স্থানীয় আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা বিএনপির নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় বিএনপির অন্তত ২০ জন নেতাকর্মী আহত হন। এছাড়া বিএনপির প্রার্থীর গাড়িসহ অন্তত তিনটি মোটরসাইকেল ও পাঁচটি গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগ নেতার লোকজন। পরে আমিনবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিএনপির ৪ নেতাকর্মীকে আটক করে। এদিকে এ ঘটনার পর ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

এ বিষয়ে আমিনবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জামাল হোসেন সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, চারজনকে আটক করা হয়েছে।

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের নির্বাচনী অফিসে হামলা ও তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার রাতে উপজেলার রামগতিরহাট বাজারে এ ঘটনা ঘটে বলে জেএসডি নেতারা জানান। তাদের অভিযোগ, চরগাজী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিনের নেতৃত্বে ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা এ হামলা চালায়। উপজেলা জেএসডির যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন বাবলু জানান, উপজেলার রামগতিরহাটে জেএসডির চরগাজী ও বড়খেরী ইউনিয়নের পৃথক নির্বাচনী অফিস রয়েছে। সন্ধ্যায় ছাত্র ও যুবলীগের নেতাকর্মীরা আকস্মিকভাবে ওই অফিস দুটিতে হামলা চালিয়ে ভাঙচুর করে তালা ঝুলিয়ে দেয়।

মঠবাড়িয়া (পিরোজপুর) : মহাজোট মনোনীত জাতীয় পার্টির নেতা ডা. রুস্তম আলী ফরাজির লাঙ্গল প্রতীকের নির্বাচনী অফিস ভাঙচুর ও হামলার অভিযোগে জুয়েল শেখ (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। হামলায় আহত আওয়ামী লীগ নেতা মজিবর রহমান মুন্সী বাদী হয়ে গতকাল সোমবার মঠবাড়িয়া থানায় ১৯ জনের নামে ও ৩০-৪০ জনকে অজ্ঞাত আসামি করে থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ গত রোববার রাতে অভিযুক্ত জুয়েলকে গ্রেফতার করে। গ্রেফতার জুয়েল মঠবাড়িয়া আসনের আওয়ামী লীগের স্বতন্ত্র বিদ্রোহী প্রার্থী আশরাফুর রহমানের আপেল প্রতীকের সমর্থক ও বড়মাছুয়া গ্রামের মৃত খলিল শেখের ছেলে। গত ১২ ডিসেম্বর রাত ৮টার দিকে স্বতন্ত্র আপেল প্রতীকের কয়েকজন সমর্থক উপজেলার বুখইতলা বান্ধবপাড়া চৌরাস্তার মোড়ে সেকান্দার ভবনের দোতলায় মহাজোট প্রার্থী ডা. রুস্তম আলী ফরাজির লাঙ্গল প্রতীকের নির্বাচনী অফিস ও আওয়ামী লীগ কার্যালয় দখল করে সেখানে অবস্থানরত  লাঙ্গল প্রতীকের সমর্থক মামলার বাদীকে কুপিয়ে জখম করে। এ সময় হামলাকারী মহাজোট প্রার্থীর নির্বাচনী অফিস ও আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে ক্ষতিসাধন করে।

সখীপুর (টাঙ্গাইল) : উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক আযাদ হীরাকে মারধর করেছে ঐক্যফ্রন্টের কর্মী-সমর্থকরা। সে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। হামলার পর পরই গত রোববার রাত ৮টার দিকে পৌর শহরের মোখতার ফোয়ারা চত্বরে ঐক্যফ্রন্টের প্রার্থী বঙ্গবীর কাদের সিদ্দিকীর মেয়ে কুঁড়ি সিদ্দিকীর প্রচার গাড়ি ভাঙচুর করেছে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা। ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সজিব আহমেদ বাদী হয়ে কৃষক শ্রমিক জনতা লীগের জেলা কমিটির সহ-সভাপতি আবদুল হালিম সরকার, উপজেলা কমিটির সভাপতি আতাউর রহমান, পৌর কমিটির সভাপতি আবু জাহিদ রিপন, সাধারণ সম্পাদক নাজমুল তালুকদার, কেন্দ্রীয় যুব আন্দোলনের আহ্বায়ক হাবিবুন নবী সোহেল, বিএনপি নেতা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছবুর রেজাসহ ৫৪ জনের নামে সখীপুর থানায় মামলা করেন। পুলিশ ওই রাতেই উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের নেতা ও নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আতাউর রহমানকে গ্রেফতার করে গতকাল তাকে আদালতে পাঠিয়েছে।

দুমকি (পটুয়াখালী) : বিএনপির ৮ নেতাকর্মীর ওপর আকস্মিক হামলা ও মারধর চালিয়েছে আওয়ামী লীগের সমর্থকরা। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার কার্তিকপাশা বুদ্ধিজীবী বাজার সংলগ্ন এলাকায় দুপুর দেড়টার দিকে পাগলার মোড় (বিশ্ববিদ্যালয় স্কয়ার) এলাকায় পৃথক এ হামলার ঘটনা ঘটে। উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, অসুস্থ একজন দলীয় কর্মীর বাড়িতে দেখতে যাওয়ার সময় ওই এলাকায় অটোরিকশা গতিরোধ করে বিএনপি ও যুবদলের ৭ নেতাকর্মীর ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়েছে। একই দিন দুপুর দেড়টায় পাগলার মোড় (বিশ্ববিদ্যালয় স্কয়ার) অতিক্রমকালে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক মো. দেলোয়ার হোসেনকে বেধড়ক মারধর করা হয়েছে। হামলাকারীরা সবাই স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কর্মী।

নাঙ্গলকোট (কুমিল্লা) : উপজেলার রায়কোট উত্তর ইউপির বেকামলিয়া ও পিপড্ডা গ্রামে গত রোববার রাতে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ, বাড়িঘর ও দলীয় অফিস ভাঙচুর করার অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতাকর্মী ও পুলিশের বিরুদ্ধে। অন্যদিকে এ ঘটনায় ছাত্রলীগের সাতজন নেতাকর্মী গুরুতর আহত হয়েছে। জানা যায়, বহিরাগত ছাত্রলীগ নেতাকর্মীরা ৪০-৫০টি মোটরসাইকেল নিয়ে রোববার রাতে পিপড্ডা গ্রামের জাকেরের মুদি দোকান, যুবলীগকর্মী মহসিনের চা দোকানে গিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষের প্রার্থী মনিরুল হক চৌধুরীর পোস্টার দেখে ক্ষিপ্ত হয়ে এলোপাতাড়ি সবাইকে গালমন্দ করতে থাকে। সঙ্গে সঙ্গে দোকানে থাকা ও বাইরে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলে। পরে একই গ্রামের চৌধুরীর চা দোকান, কাদিরের চা দোকান, বেকামলিয়া গ্রামের ইয়াছিনের চা দোকান, এবুর চা দোকান ও নজিরের চা দোকানে থাকা পোস্টারও ছিঁড়ে ফেলে। পরে শহীদ জিয়া স্মৃতি সংসদ অফিস ভাঙচুর করতে লাগলে স্থানীয়রা বাধা দেয়। এতে বিক্ষুব্ধ স্থানীয় জনতা ছাত্রলীগ নেতাকর্মীদের ধাওয়া করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তিন মোটরসাইকেল ভাঙচুর করে ৭ ছাত্রলীগ নেতাকর্মীকে পিটিয়ে গুরুতর আহত করে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads