• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯

হামলায় ছবি ছবি: বাংলাদেশের খবর

নির্বাচন

আবারও আফরোজা আব্বাসের প্রচারনায় লাঠি ইট চাঁপাটি নিয়ে হামলা আহত অনেকে হাসপাতালে।

আবারও আফরোজা আব্বাসের প্রচারনায় লাঠি ইট চাঁপাটি নিয়ে হামলা আহত অনেকে হাসপাতালে।

  • আসিফ উল আলম সোহান
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর ২০১৮

আবারও আফরোজা আব্বাসের প্রচারনায় লাঠি ইট চাঁপাটি নিয়ে হামলা, আহত অনেকেই হাসপাতালে।

বিশেষ প্রতিনিধি :

ঢাকা-৯ আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাসের গণসংযোগের সময় হামলার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে দক্ষিণ গোড়ানের বাগানবাড়ি রোডে এ ঘটনা ঘটে। হামলার একপর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় বলে প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানিয়েছেন।

বিএনপির নেতারা এই ঘটনার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের দায়ী করেছেন।

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, সকালে শাহজাহানপুরের বাসা থেকে নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগে নামেন আফরোজা আব্বাস। গণসংযোগে বিএনপির প্রায় সব নেতা–কর্মীর হাতে বাঁশের লাঠি ও তাতে প্লাস্টিকের ধানের শীষ লাগানো ছিল। বেলা সোয়া ১১টার দিকে খিলগাঁও রেলগেট অতিক্রম করে আফরোজা আব্বাস তিলপাপাড়ায় পৌঁছান। এলাকার প্রায় ৫০ থেকে ৬০ জন যুবক সেখানে গিয়ে নৌকার পক্ষে স্লোগান দিতে শুরু করেন। আফরোজা আব্বাস বিভিন্ন এলাকা ঘুরে দক্ষিণ গোড়ান এলাকায় পৌঁছালে সেখানে তাঁদের ওপর লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত একজনকে চিকিৎসা দেয়ার দৃশ্য 

প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের ভাষ্য, আফরোজার গণসংযোগে থাকা নেতা-কর্মীদের ওপর পেছন থেকে স্থানীয় কয়েকজন যুবক ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। স্থানীয় আওয়ামী লীগের শতাধিক কর্মী আফরোজা আব্বাসের সঙ্গে থাকা নেতা-কর্মীদের পেছনে পেছনে যেতে শুরু করেন। তাঁদের মিছিলের আগে পুলিশ ছিল। একপর্যায়ে বিএনপি ও আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের ঘটনায় আফরোজা আব্বাসের প্রচারনার কয়েকজন নেতা-কর্মী গুরুতর আহত হন। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে বাংলাদেশের খবর কে জানান ঢাকা ৯ আসনের বিএনপি প্রার্থী আফরোজা আব্বাস। তিনি আরো বলেন "কি আশ্চর্য কথা? সারা দেশেই আমাদের প্রার্থীদের প্রচারনায় হামলা করে রক্তাক্ত করা হচ্ছে, আমি নিজে আহত, মির্জা আব্বাস অল্পের জন্য বেচে গেছে, আমি প্রান নিয়ে বেচে এলাম কোনমতে, আর প্রধান নির্বাচন কমিশনার মহোদয় বলছেন লেভেল প্লেয়িং ফিল্ড নাই একথা কেন বলা হচ্ছে তিনি নাকি বুঝতে পারছেন না।এরকম যদি উনি বলেন আমার কোথায় যেয়ে দাঁড়াব। আগামী প্রজন্মের ছেলেমেয়েদের ভবিষ্যতের কথা ভেবেও আল্লাহ্ তায়ালার দোহাই একটু সঠিক সিদ্ধান্ত নিন, না হলে পরবর্তী প্রজন্মের যারা আছে তারা এই নির্বাচন কমিশনকে ঘৃণাভরে মনে করবে। কাজেই নিজেই নিজের বিবেকের কাছে প্রশ্ন করুন যেটি বলছেন কতটুকু সত্যি ? তারপর সিদ্ধান্ত নিন।"

শেষ খবর পাওয়া পর্যন্ত আফরোজা আব্বাস প্রেস কনফারেন্স করছেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads