• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কোথায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই,  প্রশ্ন সিইসির

আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় সিইসি কে এম নূরুল হুদা

ছবি: বাংলাদেশের খবর

নির্বাচন

কোথায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই,  প্রশ্ন সিইসির

  • চট্টগ্রাম ব্যুরো
  • প্রকাশিত ১৮ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোথায় লেভেল প্লেয়িং ফিল্ড নেই সে প্রশ্ন রেখেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। আজ মঙ্গলবার দুপুরে চট্টগ্রামের প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ প্রশ্ন রাখেন। নগরীর কাজীর দেউরীর ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সিইসি কে এম নূরুল হুদা বলেন, সরকারি দল বা বিরোধী দল মিটিং-মিছিল আবার অনেক সময় শোডাউনও করছে। তাদের কি কেউ বাধা দিয়েছে? তাহলে লেভেল প্লেয়িংফিল্ডের কথা আসে কেন?’

তিনি বলেন, লেভেল প্লেয়িং ফিল্ডের সংজ্ঞা কী? এ কথা বারবার বলা হয় কেন, লেভেল প্লেয়িং ঠিক নেই? কোথায় লেভেল প্লেয়িং ফিল্ড নাই, কিসের ফিল্ড ঠিক নাই? আমি বুঝি না। 

সিইসি আরও বলেন, এবার রেকর্ড সংখ্যক প্রায় ৩ হাজার ৬০০ প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার জন্য আবেদন করেছিলেন। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৪৬ জন প্রার্থী আছেন।অর্থাৎ প্রতিটি আসনে গড়ে ছয়জন। এতে প্রমাণ হয় যে নির্বাচনেরপরিবেশ সুষ্ঠু আছে। নির্বাচনী এলাকাগুলোতে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

গতকাল সাংবাদিকদের লিখিত প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছিলেন, ‘আমি মোটেই মনে করি না, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড বলে কিছু আছে। সেনাবাহিনী মাঠে নামলে, পরিস্থিতি আশাব্যঞ্জকভাবে পাল্টে যাবে। এছাড়া বিএনপিসহ বিভিন্ন দলেরপ্রার্থীরা নির্বাচনে লেভেল প্লেয়িংফিল্ড নেই বলে বিভিন্ন সময় অভিযোগ করে আসছেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীনআহমদ, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান প্রমুখ।  

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads