• মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪২৯

সালাউদ্দিন আহমেদের প্রচারণায় হামলা

নির্বাচন

সালাউদ্দিন আহমেদের প্রচারণায় হামলা একাধিক আহত গাড়ি ভাংচুর

  • আসিফ উল আলম সোহান
  • প্রকাশিত ১৯ ডিসেম্বর ২০১৮

ঢাক‌া ৪ সংসদীয় আস‌নের ধা‌নের শী‌ষের প্রার্থী সালাহ্উদ্দিন আহ‌মে‌দের গনসংযো‌গে হামলা হ‌য়ে‌ছে।
মঙ্গলবার রাজধানীর জুরাই‌নের নতুন রাস্তা এলাকার ঘন্টিঘড় না‌মের স্থা‌নে এ
এতে সালাহ্উদ্দিন আহ‌মে‌দের কমপ‌ক্ষে ১০ জন নেতাকর্মী আহত হ‌য়ে‌ছে ব‌লে জা‌নি‌য়ে‌ছেন প্রার্থী নি‌জে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা সা‌ড়ে ১২ টার দি‌কে প্রায় অর্ধশতা‌ধিক নেতাকর্মী নি‌য়ে সং‌শ্লিষ্ট এলাকায় প্রচারপত্র বি‌লি কর‌ছি‌লেন সালাহউদ্দিন আহ‌মেদ। এ সময় হঠাৎ ক‌রেই লু‌ঙ্গি পরা ‌কিছু যুবক অত‌র্কিতভা‌বে লা‌ঠি‌সোটা নি‌য়ে হামলা চালায়। এতে বিএন‌পির বেশ কয়েকজন আহত হয়। এ সময় সালাহ্উদ্দিন আহ‌মে‌দের বহ‌রের দু‌টি গা‌ড়ি ভাঙচুর করা হয়।
প‌রে ঘটনাস্থ‌লে দ্রুত পু‌লিশ আস‌লে প‌রি‌স্থি‌তি শান্ত হয়।
সালাহ্উদ্দিন আহ‌মেদ অভিযোগ ক‌রেন, শ্যামপুর থানা আওয়ামী লী‌গে‌র সাধারণ সম্পাদক ও ৫১ নং ওয়ার্ড ক‌মি‌শনার কাজী হা‌বিবুর রহমান হাবুর লোকজন এই হামলা চা‌লি‌য়ে‌ছে। এতে বিএন‌পির অন্তত ১০ কর্মী আহত হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে র‌য়ে‌ছেন মো. সাগর দেওয়ান ফারহান, হাজী আনোয়ার সরদার, মিজান ভান্ডা‌রি, মামুন, বিল্লাল হো‌সেন, ‌মো. রিপন মিয়া, মুন্না, মো. কামরুল হাসান, মো রা‌সেল।এর আগে দয়াগঞ্জ পাড় এলাকা থে‌কে সকা‌লে দি‌নের প্রচারণা শুরু ক‌রেন সালাহউদ্দিন আহ‌মে‌দ। এরপর ধোলাইপাড় নতুন সড়ক পালপাড়, কাজীপাড়া, মীর হাজারী‌বাগ মাদ্রাসা রোড এলাকায় গনসং‌যোগ শে‌ষে ঘুন্ডিঘর এলাকায় যান তি‌নি। এ সময় তার ওপর হামলার ঘটনা ঘ‌টে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads