• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
বিশ্বাসযোগ্য নির্বাচন চায় জাতিসংঘ

জাতিসংঘ

সংরক্ষিত ছবি

নির্বাচন

বিশ্বাসযোগ্য নির্বাচন চায় জাতিসংঘ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২৮ ডিসেম্বর ২০১৮

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সহিংসতা, ভয় ও বলপ্রয়োগমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। গতকাল বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

জাতিসংঘ মহাসচিবের পক্ষে তার মুখপাত্র স্টিফেন ডুজারিকের স্বাক্ষরিত বিবৃতিটিতে বলা হয়, জাতিসংঘের মহাসচিব ৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে, নির্বাচনকালীন ও পরে সহিংসতামুক্ত, ভয়ভীতিহীন ও দমন-পীড়নহীন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি নির্বাচন শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য ও অংশগ্রহণমূলক করারও অনুরোধ জানিয়েছেন তিনি ওই বিবৃতিতে। ভোটাধিকার প্রয়োগে সংখ্যালঘু, নারীসহ সব বাংলাদেশি নাগরিক যেন নিরাপদ বোধ করেন এবং আস্থা অনুভব করেন। নির্বাচনী প্রক্রিয়ায় সুশীল সমাজ ও পর্যবেক্ষকদের দায়িত্ব পালনে পূর্ণ সহযোগিতার আহ্বান জানান।

তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক বাংলাদেশের প্রতি জাতিসংঘের সমর্থন অব্যাহত রাখারও প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads