• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
নির্বাচন স্থগিত করে পুনঃনিবার্চনের দাবী জানালেন জয়নুল আবদিন ফারুক

সাংবাদিক সম্মেলনে জয়নুল আবদিন ফারুক

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন

নোয়াখালী-২

নির্বাচন স্থগিত করে পুনঃনিবার্চনের দাবী জানালেন জয়নুল আবদিন ফারুক

  • সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০১৮

নোয়াখালী-২ (সেনবাগ - সোনাইমুড়িন আংশিক) আসনে ভোট বর্জন করেছে বিএনপির ধানের র্শীষ প্রতীকের প্রার্থী জয়নুল আবদিন ফারুক। আজ রোববার দুপুর ১টার সময় জয়নুল আবদিন ফারুকের সেনবাগ উপজেলার ইয়াপুরস্থ এমপি ভিলায় এক সাংবাদিক সম্মেলনে তিনি লিখিতভাবে জানান, গতকাল শনিবার সন্ধ্যা ৬টা থেকে  ৩০ ডিসেম্বর সকাল সোয়া ৯টা পর্যন্ত  সেনবাগে ১০৩টি ভোট কেন্দ্রে  আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা পুলিশ সহযোগীতায় ধানের র্শীষের এজেন্টেদের বের করে দিয়ে ৬৫টি কেন্দ্র পুরোপুরি দখল করে নিয়ে নেয়। এ বিষয়ে সহকারী রির্টানিং অফিসার ও থানা পুলিশকে অবহিত করা হলেও কোনো প্রতিকার পাওয়া যায়নি। এরমধ্যে ৬১জন নেতাকর্মীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পিটিয়ে রক্তাক্ত জখম করেছে।

তিনি আরো অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব মোরশেদ আলমের সন্ত্রাসী কর্মকান্ডে ভোটাররা নির্বিগ্ন তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারছেনা। তাই তিনি ওই কর্মকান্ডের কারণে আজকের অনুষ্ঠেয় প্রহসনের ভোট গ্রহণ স্থগিত করে পুররায় ভোট গ্রহনের দাবী জানান।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads