• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
স্বস্ত্রীক ভোট দিলেন মাশরাফি বিন মর্তুজা

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

স্বস্ত্রীক ভোট দিলেন মাশরাফি বিন মর্তুজা

  • নড়াইল প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০১৮

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা ও তার স্ত্রী সুমনা হক টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ভোট দিয়েছেন। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোট প্রদান করেন তিনি।

ভোট প্রদানের পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এ আসনের যতগুলো কেন্দ্র ঘুরেছি সব জায়গায় সুষ্ঠু এবং সুন্দরভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পওয়া যায়নি। এদিকে বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, মাশরাফির জন্য তরুণ ও যুবক ভোটারদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস ছিল। প্রত্যেক কেন্দ্রেই ব্যাপকভাবে তরুণদের ভীড় লক্ষ্য করা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, নড়াইলের দুটি আসনেই মোটামুটি সুষ্ঠুভাবে ভোট গ্রহন হচ্ছে।

তবে নড়াইল-১ আসনে বিএনপি প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, আওয়ামী লীগ প্রার্থী বি এম কবিরুল হক মুক্তির সমর্থকরা ভোট কেটে নেওয়া, জাল ভোট প্রদান, বিএনপির এজেন্টদেও ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন। তিনি বেলা ১১টায় তার নিজ বাসভবন কালিয়ার খাশিয়াল গ্রামের বাড়িতে গণমাধ্যমের কাছে অভিযোগ করেন। বিশ্বাস জাহাঙ্গীর আলম অভিযোগে জানিয়েছেন, তার পোলিং এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে মারধর ও অপমান করে বের করে দেওয়া হয়েছে। এছাড়া পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা গত রাতে তাদের বিভিন্ন নেতা-কর্মী-সমর্থকদের বাড়িতে গিয়ে কেন্দ্রে না আসার জন্য হুমকি দেয়।

নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ২০ দলীয় জোটের শরিক এনপিপি একাংশের কেন্দ্রীয় সভাপতি এ জেড এম ড. ফরিদুজ্জামান (ধানের শীষ) জানান, বিভিন্ন কেন্দ্রে তার এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি এবং বের করে দেওয়া হয়েছে। ভোটারদের প্রকাশ্যে ভোট দিতে বলা হচ্ছে। এটি প্রহসনের নির্বাচন হচ্ছে বলে তিনি মনে করেন।

সরেজমিনে নড়াইল -১ ও ২ আসনের অধিকাংশ কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্ট পাওয়া যায়নি। সকাল থেকে নড়াইল-১ আসনের মুন্সি মানিক মিয়া কলেজ, টোনাসহ ১০-১২টি এবং নড়াইল-২ আসনের শহরের শীব শংকর মাধ্যমিক বিদ্যালয় ও শীব শংকর সরকারি প্রাইমারী কেন্দ্র, ভিসি স্কুল কেন্দ্র, নড়াইল টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্র, রূপগঞ্জ মাদ্রাসা কেন্দ্রে ধানের শীষের কোনো পোলিং এজেন্ট দেখা যায়নি। নড়াইল-১ আসনের বাঐসোনা মাধ্যমিক বিদ্যালয়, নলামারা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, বুড়িমারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ধানের শীষের মাত্র কয়েকজন পোলিং এজেন্ট দেখা গেলেও এ আসনের অধিকাংশ কেন্দ্রে ধানের শীষের এজেন্ট নেই।

তবে নড়াইল-১ আসনে কেন্দ্র ১০২টি। এর মধ্যে ২২টি ঝুঁকিপূর্ণ। এ আসনে বুথ রয়েছে- ৪৮৭ টি। ভোটার ২লাখ ৩৮হাজার ১শত ৭৪ জন। এর মধ্যে নারী ভোটার ১ লাখ ১৯ হাজার ১শত ৯৩ এবং পুরুষ-১ লাখ ১৮হাজার ৯শত ৮১।

নড়াইল-২ আসন (নড়াইল পৌরসভা ও সদরের ৮টি ইউনিয়ন এবং লোহাগড়া উপজেলা নিয়ে গঠিত। কেন্দ্র ১৪০টি। এর মধ্যে ৩৬টি ঝুঁকিপূর্ণ। বুথ রয়েছে ৬৪৮ টি। ভোটার রয়েছে ৩লাখ ১৭ হাজার ৮৪৪ জন। এর মধ্যে নারী ভোটার ১লাখ ৬০ হাজার ৭০৬ এবং পুরুষ ভোটার রয়েছে ১ লাখ ৫৭ হাজার ১৩৮ জন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads