• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪২৮
কুলাউড়ায় চা বাগানে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ

মৌলভীবাজার ০২ আসনে সকাল ১০ টায় চা বাগান অধ্যুষিত ভোটকেন্দ্র দিলদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপস্থিত ভোটারদের লাইন

ছবি : বাংরাদেশের খবর

নির্বাচন

মৌলভীবাজার- ২ আসন

কুলাউড়ায় চা বাগানে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০১৮

মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সারাদেশের ন্যায় সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। কুলাউড়া উপজেলার চা বাগান অধ্যুষিত ইউনিয়নগুলোতে ভোটারা উৎসবমুখর পরিবেশে ভোট প্রদান করে। কিন্তু উল্টোচিত্র দেখা যায় গ্রামগঞ্জে। সময় বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি ছিলো খুবই কম। কুলাউড়া পৌরসভার ভোটকেন্দ্রের চিত্রও ছিলো একই।

সরেজমিন উপজেলার জয়চন্ডী ইউনিয়নের বন্দে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল ৯টায় ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়, একই ইউনিয়নের দিলদারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই ভোট কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৩১৫। সকাল ১০টা ২০ মিনিটে ৫শতাধিক ভোট পড়েছে বলে প্রিজাইডিং অফিসার আবু তাহের জানান। একই ইউনিয়নের ঘাগটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার হুমায়ুন কবির সকাল সাড়ে ১০টায় জানান, তাঁর কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৫৮। এরমধ্যে কাস্টিং ভোট ৬ শতাধিক।

রাউৎগাঁও ইউনিয়নের নর্তন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পিজাইডিং অফিসার মো. আশীদ উল্লাহ সকাল ১১ টায় জানান, কেন্দ্রের মোট ভোটার ২ হাজার ৫০৮। এই সময় পর্যন্ত মোট ৮ শতাধিক ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। বেলা ১২ টায় কর্মধা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জয়ন্ত মালাকার জানান, কেন্দ্রে মোট ভোটার ২ হাজার ৮৮৬। ভোট গ্রহণ করা হয়েছে ১৬ শতাধিক। নলডরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মহসীন আলম জানান, বেলা সাড়ে ১২ টা পর্যন্ত ১৩শতাধিক ভোট গ্রহণ করা হয়েছে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ১১৬। তবে ভোট কেন্দ্রে কোন ভোটার চোখে পড়েনি। বিচ্ছিন্নভাবে দু’একজ ভোটার এসে ভোট দিতে দেখা যায়। বেলা দেড়টায় কুলাউড়া পৌরসভার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কোন ভোটার চোখে পড়েনি। এই কেন্দ্রের মোট ভোটার ৩ হাজার ২১৩। প্রিজাইডিং অফিসার আব্দুল বাকি জানান, ভোট প্রায় ৫০ পার্সেন্ট কাস্ট হয়ে গেছে।

বন্দে আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিতে আসা ৭০ উর্ধ্ব মঞ্জু রায়। নাতনীর কাঁধে ভর করে ভোট দিতে আসেন। তিনি জানান, জীবনের হয়তো এটাই শেষ ভোট। ভোট দিতে পেরে তিনি খুবই আনন্দিত। তিনি আরও জানান, জীবনে অনেক ভোট দেখেছি। এত সুন্দর ও সুষ্ঠু নির্বাচন জীবনে দেখেনি।

জয়চন্ডী ইউনিয়নের কুলাউড়া গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধানের শীষের এজেন্ট আবু মোহাম্মদ কাসেম। তিনি জানান, ভোট কেন্দ্রে কোন প্রকার বাঁধা বিপত্তি বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অত্যন্ত সুন্দর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে সহকারি প্রিজাইডিং অফিসার, পুলিশ. আনসার এবং প্রার্থীর এজেন্টরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের কথা জানান। কুলাউড়া উপজেলার ৯৩টি ভোট কেন্দ্রে বেলা ২টা পর্যন্ত কোথায়ও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads