• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ভোট সহিংসতায় প্রাণ গেল ১৪ জনের

সংগৃহীত ছবি

নির্বাচন

ভোট সহিংসতায় প্রাণ গেল ১৪ জনের

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০১৮

ভোটকেন্দ্র দখল, পোলিং এজেন্ট বের করে দেওয়া, সারারাত ব্যালট বাক্স ছিনতাইসহ নানা সহিংসতা ও ব্যাপক অনিয়মের অভিযোগের মধ্যে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষ হয়েছে।

রবিবার সারাদেশে নির্বাচনী সহিংসতায় নোয়াখালী, রাঙামাটি, চট্টগ্রাম, কুমিল্লা, রাজশাহী, নাটোর, টাঙ্গাইল, নরসিংদী, বগুড়া, ব্রাহ্মণবাড়িয়া, কক্সবাজার ও গাজীপুর জেলায় আনসার সদস্যসহ অন্তত ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে।

নিহতদের মধ্যে আটজন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতা-কর্মী বলে জানা গেছে। খবর ইউএনবির।

নোয়াখালী: জেলার প্রিজাইডিং কর্মকর্তা অধ্যাপক ড. সুচন চৌধুরী বলেন, নোয়াখালী-৩ আসনে তালুছড়া প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে দুর্বৃত্তদের হামলায় নুরুন নবী নামের এক আনসার সদস্য নিহত হয়েছে।

চট্টগ্রাম: রবিবার সকালে বাঁশখালী উপজেলায় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির (জাপা) সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহমদ কবীর (৪৫) নামে জাপার এক কর্মী নিহত হয়েছেন।

রাঙ্গামাটি: রবিবার সকালে কাউখালী উপজেলার কাশখালীতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বাশির উদ্দিন নিহত হয়েছে।

কুমিল্লা: রবিবার সকালে আওয়ামী লীগ-বিএনপির সমর্থকদের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে।

জেলার পুলিশের বিশেষ ব্রাঞ্চের উপ-পরিদর্শক মাহমুব মোর্শেদ জানান, নিহতের একজন হলেন- নাঙ্গলকোট উপজেলার সুন্দিয়াল গ্রামের অধিবাসী বাচ্চু মিয়া (৩৫)। অন্যজন হলেন- রিকশা চালক ও চান্দিয়া উপজেলার মুরাদনগর গ্রামের সুজাত আলীর ছেলে মুজিবুর রহমান (৩৫)।

রাজশাহী: জেলার পুলিশ সুপারইনটেনডেন্ট শাহীউল্লাহ বলেন, রবিবার বেলা ১১টার দিকে রাজশাহী-৩ আসনে মহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নে পাকুরিয়া সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে আওয়ামী লীগ-বিএনপি কর্মীদের সংঘর্ষে একজন মারা গেছে। নিহত মেরাজুল ইসলাম (৩০) মৃত আব্দুস সাত্তারের ছেলে ও আওয়ামী লীগের সমর্থক।

এছাড়া রাজশাহী-১ আসনে তানোর উপজেলায় পাঁচন্দর ইউনিয়নের মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র দখল নেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোদাচ্ছের আলী (৪০) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছে।

নিহত মোদাচ্ছের আলী মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি পাঁচন্দর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

টাঙ্গাইল: গোপালপুর উপজেলার নাগদা শিমলা এলাকা থেকে বিএনপির ওয়ার্ড ইউনিট সভাপতি আব্দুল আজিজের (৬৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার থেকে তিনি নিখোঁজ ছিলেন বলে জানা যায়।

নাটোর: রবিবার সকালে নলডাঙ্গা উপজেলার সমসখলসী গ্রামে ভোট দেওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাতিজার ছুরিকাঘাতে চাচা হুসেন আলী নিহত হয়েছে। নিহত হুসেন আওয়ামী লীগের সমর্থক ছিলেন বলেন জানায় পুলিশ।

নরসিংদী: শিবপুর থানার ওসি আবুল কালাম আজাদ জানান, রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে নরসিংদী-৩ আসনের শিবপুরের কুন্দরপাড়া প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগের পোলিং এজেন্ট মিলন মিয়াকে (৩৫) হত্যা করা হয়েছে।

বগুড়া: রবিবার বেলা সাড়ে ১১টার দিকে কাহালু উপজেলায় বাঘইল গ্রামে ভোট কেন্দ্র দখল নিয়ে আওয়ামী লীগ-বিএনপির সংষর্ষে আজিজুল ইসলাম (৩০) নামে আওয়ামী লীগের এক কর্মী নিহত হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে রাজঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের সংঘর্ষে ‘পুলিশের গুলিতে’ একজন নিহত ও তিনজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। নিহত ইসরাঈল (১৯) সদর উপজেলার রাজঘর গ্রামের সায়েদুল ইসলামের ছেলে।

কক্সবাজার:  পেকুয়া থানার ওসি তানজির হোসেন জানান, কক্সবাজার-১ আসনে রাজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আওয়ামী-বিএনপি সমর্থকদের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে।

নিহত আবদুল্লাহ আল ফারুক (২৫) পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের আবুল কালামের ছেলে।

গাজীপুর: গাজীপুর মহানগরের কাজী আজিমউদ্দিন কলেজের সাবেক ভিপি আওয়ামী লীগ নেতা লিয়াকত হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতের ছোট ভাই এরশাদ হোসেন মহানগর ছাত্রলীগের সভাপতি ছিলেন। রোববার দুপুর পৌনে ৩টার দিকে মহানগরির হাড়িনাল এলাকায় এ ঘটনা ঘটে। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে তার সমর্থক উত্তেজিত যুবকরা শহরে বিক্ষোভ মিছিল করে এবং জেলা শহরের কয়েকটি স্থানে ভাঙচুর চালায়।

গাজীপুর মেট্রোপলিটন সদর থানার ওসি সমীর সূত্রধর জানান, তার মৃত্যুর ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। তবে যারা তার ওপর হামলা করেছে এবং হত্যাকাণ্ড ঘটিয়েছে তদন্ত করে তাদের খুঁজে বের করা হবে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads