• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
এ নির্বাচনে ন্যায় ও সত্যের কবর রচনা করা হয়েছে : কাদের সিদ্দিকী

বাবা কাদের সিদ্দিকীকে সঙ্গে নিয়ে সখীপুরের কালিয়ান উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দিচ্ছেন ঐক্যফ্রন্ট প্রার্থী কুঁড়ি সিদ্দিকী

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

এ নির্বাচনে ন্যায় ও সত্যের কবর রচনা করা হয়েছে : কাদের সিদ্দিকী

  • সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
  • প্রকাশিত ৩০ ডিসেম্বর ২০১৮

ঐক্যফ্রণ্টের অন্যতম নেতা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীরউত্তম বলেছেন, এবারের নির্বাচনে ন্যায় ও সত্যের কবর রচিত হয়েছে। আওয়ামী লীগ ভোট চুরি করে নির্বাচিত হতে পারবে। কিন্তু মানুষের ভোটে আর কখনো নির্বাচিত হতে পারবেনা। তারা নিজের পায়ে নিজেরাই কুড়াল মেরেছে। এমন অনিয়মের নির্বাচন মানুষ এর আগে কখনো দেখেনি। আজ রবিবার বিকেলে ভোট গ্রহণ শেষে সখীপুরে তার নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে নির্বাচন নিয়ে এক প্রতিক্রিয়া তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এটা কোনো নির্বাচন নয়, জনগণ কখনো ভুল করেনা। এ নির্বাচনেও অবাধে ভোট দিতে পারলে আওয়ামী লীগ ধুয়েমুছে যেত। সংবাদ সম্মেলনে কৃষক শ্রমিক জনতা লীগের টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবীব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, যুব আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাবিবুন্নবী সোহেল প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে দুপুর ১২টায় সখীপুর উপজেলার কালিয়ান উচ্চবিদ্যালয় কেন্দ্রে কাদের সিদ্দিকী ও তার মেয়ে ঐক্যফ্রণ্টের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী ভোট দেন। এসময় কাদের সিদ্দিকী সারাদেশের ন্যায় টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনেও সরকার দলীয় লোকজনের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্র থেকে ঐক্যফ্রণ্টের এজেন্টদের বের করে দিয়ে ভোট ডাকাতিসহ নানা অনিয়মের অভিযোগ আনেন। অনিয়মের বিষয়ে তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করেছেন বলেও জানান। ওই কেন্দ্রে কাদের সিদ্দিকীর স্ত্রী নাসরীন সিদ্দিকী ও ছেলে দীপ সিদ্দিকীও ভোট দেন।

এদিকে ঐক্যফ্রণ্টের প্রার্থী কুঁড়ি সিদ্দিকী সকাল সাড়ে ১১টার দিকে বেতুয়া উচ্চবিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সখীপুর ও বাসাইলের বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন।

অন্যদিকে টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম কাদের সিদ্দিকীর অভিযোগ অস্বীকার করে বলেন, ’৬৯ -এর নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে যে গণজোয়ার সৃষ্টি হয়েছিলো এবারের নির্বাচনেও সেরকম গণজোয়ার সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads