• বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪২৯

নাজমুল হুদা

ছবি সংগৃহীত

নির্বাচন

ঢাকা ১৭ আসন থেকে নির্বাচন করে

১৬৮ ভোট পেলেন নাজমুল হুদা!

ভোটের হিসেবে জামানত হারানোর কথা

  • মো. আসিফ উল আলম সোহান
  • প্রকাশিত ০৩ জানুয়ারি ২০১৯

বিশেষ প্রতিনিধি 

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিংহ প্রতীক নিয়ে ঢাকা-১৭ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন ব্যারিস্টার নাজমুল হুদা।  সিংহ প্রতীক পেয়ে তিনি বলেছিলেন, “সিংহ যেমন বনের রাজা, আমিও তেমন গুলশানের রাজা হতে চাই। সিংহ কখনো পরাজিত হয় না, আমি এ নির্বাচনে জিতব।”

বিএনপির সাবেক এই মন্ত্রী ও তৃণমূল বিএনপির চেয়ারম্যান ব্যারিস্টার নাজমুল হুদা পেয়েছেন মাত্র ১৬৮ ভোট।  ভোটের হিসেবে জামানত হারানোর কথা রয়েছে তাঁর। প্রার্থীদের ভোটের হিসেবে তিনি আছেন ষষ্ঠ স্থানে।  ওই আসনে নির্বাচনে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করা চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুক। 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads