• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয় পেল বিএনপি

উকিল আবদুস সাত্তার ভূইয়া

সংগৃহীত ছবি

নির্বাচন

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জয় পেল বিএনপি

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ জানুয়ারি ২০১৯

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনে জয় পেয়েছে বিএনপি। আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়া-২ (আশুগঞ্জ-সরাইল) আসনে পুনরায় নির্বাচন হওয়া তিনটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। ফল অনুযায়ী বিএনপির প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ধানের শীষ প্রতীক নিয়ে আবদুস সাত্তার ভূইয়া পেয়েছেন ৮৩ হাজার ৯৯৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ মঈন উদ্দিন মঈন পেয়েছেন কলার ছড়ি প্রতীকে পেয়েছেন ৭৫ হাজার ৪১৯ ভোট। এ নিয়ে বিএনপি মোট ছয়টি আসনে জয় লাভ করল। 

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনিয়ম ও গোলযোগের কারণে সোহাগপুর (দক্ষিণ) সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাহাদুরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও যাত্রাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করা হয়। পরে পুনরায় ভোট গ্রহণের জন্য ৯ জানুয়ারি ঠিক করে নির্বাচন কমিশন (ইসি)।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads