• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
কেউ যেন অবৈধভাবে নির্বাচিত না হয় : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা

ছবি : সংগৃহীত

নির্বাচন

কেউ যেন অবৈধভাবে নির্বাচিত না হয় : সিইসি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ০৬ ফেব্রুয়ারি ২০১৯

আচরণবিধি মেনে আইনানুগভাবে নির্বাচন অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। নির্বাচনে নিরপেক্ষতার ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এ সময় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের মতো ঢাকা সিটি নির্বাচনেও কর্মকর্তাদের নিরপেক্ষতার সঙ্গে কাজ করার নির্দেশ দেন সিইসি। গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকার দুই সিটির ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ কথা জানান সিইসি।

তিনি বলেন, নির্বাচনে কে জয়ী হবে সেটা ঠিক করবে ভোটার ও জনগণ, এটা আপনাদের বিষয় নয়। আপনাদের বিষয় হলো নির্বাচনে প্রার্থীরা আচরণবিধি কতটা মেনে চলে তা দেখা। কেউ যেন অবৈধভাবে নির্বাচিত না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দিয়ে সিইসি বলেন, সিটি নির্বাচনে অনেক ক্ষেত্রে কাউন্সিলররা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। সেদিকে লক্ষ রেখে পরিস্থিতির অবনতি হলে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

তিনি আরো বলেন, চারজন সহকর্মী (চার নির্বাচন কমিশনার) একটা কমন কথা বলেছেন- আইনানুগ নির্বাচন করতে হবে। তা প্রয়োগ করেই এই নির্বাচনের আচরণবিধি কীভাবে প্রতিপালিত হয় সেটা দেখতে হবে।

ইসি সচিবের সভাপতিত্বে অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনারও উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেন, সিটি নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করবে নির্বাচন কমিশন। এ সময় অপরাধের ধরন দেখে শাস্তির বিধান নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের পরামর্শ দেন তিনি।

আইনের প্রতিপালক হিসেবে কাজ করার আহ্বান জানিয়ে মাহাবুব তালুকদার বলেন, অনিয়মের আচ্ছাদনে অযোগ্য ব্যক্তিরা যেন নির্বাচিত না হয়। কোনো নির্বাচনেই শিথিলতার সুযোগ নেই। আইনানুগভাবে দায়িত্ব পালন করে নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখার নির্দেশ দেন নির্বাচন কমিশনার কবিতা খানম।

আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি মেয়রের শূন্য পদে এবং ৯ ও ২১ নম্বর সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে উপনির্বাচন এবং দুই সিটির সম্প্রসারিত ৩৬টি ওয়ার্ড কাউন্সিলর পদ ও ১২টি সংরক্ষিত ওয়ার্ডে ভোটগ্রহণ। ঢাকা উত্তরে উপনির্বাচনে মেয়র পদে ৫ জন এবং উত্তর ও দক্ষিণে কাউন্সিলর পদে ৩৭৯ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। ৯ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads