• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
হাজীগঞ্জে আ.লীগের মনোনয়ন পেতে প্রার্থীদের দৌঁড়ঝাপ

(বাম দিক থেকে) আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী, গাজী মো. মাইনুদ্দিন, খালেদুর রব মিঠু, হাজী জসিম উদ্দিন। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী (বাম দিক থেকে নিচে) গোলাম ফারুক মুরাদ, মো. মজিবুর রহমান,মাসুদ ইকবাল। মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী পারভীন ইসলাম, খাদিজা আকতার, ডা. মুক্তা আকতার, শিউলি বেগম ও মির্জা শিউলি পারভীন মিলি।

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন

উপজেলা নির্বাচন-২০১৯

হাজীগঞ্জে আ.লীগের মনোনয়ন পেতে প্রার্থীদের দৌঁড়ঝাপ

মাঠে নেই বিএনপি

  • মো. মহিউদ্দিন আল আজাদ
  • প্রকাশিত ০৭ ফেব্রুয়ারি ২০১৯

সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই, সারা দেশের মতো হাজীগঞ্জেও উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে স্থানীয়দের মাঝে আলাপ-আলোচান জমে উঠেছে। জানা গেছে, ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে সারা দেশের মোট ৪৮১টি উপজেলায় ৫ ধাপে ভোট গ্রহণ করা হবে। তার মধ্যে দ্বিতীয় ও চতুর্থ ধাপে চট্রগ্রাম বিভাগীয় উপজেলাগুলোর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আগামি ১৮ মার্চ দ্বিতীয় ধাপে ১২৫টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে। তার মধ্যে চট্টগ্রাম, রাজশাহী ও খুলনা বিভাগ রয়েছে। এবং আগামি ৩১ মার্চ চতুর্থ ধাপে ১৫৯টি উপজেলায় ভোট গ্রহণ করা হবে। তার মধ্যে ঢাকা ও বরিশাল বিভাগের সব জেলার পাশাপাশি চট্টগ্রাম বিভাগের বাকি জেলাগুলোর ভোট গ্রহনের সম্ভাবনা রয়েছে।

এ নির্বাচনকে ঘিরে প্রাণচাঞ্চল্য দেখা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগে। নির্বাচন কমিশনের ঘোষণায় নড়েচড়ে বসেছেন দলটির মনোনয়ন প্রত্যাশীরা। দল ক্ষমতায় থাকায় নৌকার টিকিট পেতে এখন আগ্রহী অনেকেই। ইতিমধ্যে স্থানীয় সংবাদপত্রগুলোতে বিজ্ঞাপন ও সংবাদ প্রকাশের মাধ্যমে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ৮ জন সম্ভাব্য প্রার্থী তাদের প্রার্থীতা ঘোষণা দিয়েছেন। প্রার্থীদের পক্ষে ব্যাপক প্রচার-প্রচারনা হচ্ছে, মাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে।

এখন পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থী এবং গত ২৮ ডিসেম্বর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তৃণমূল নেতৃবৃন্দ যাদের নাম প্রস্তাব-সমর্থন করেছেন তারা হলেন, বতর্মান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ অধ্যাপক আবদুর রশিদ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ হেলাল উদ্দিন মিয়াজী, সাধারণ সম্পাদক গাজী মো. মাইনুদ্দিন, সাবেক সাংসদ মরহুম আব্দুর রবের জ্যৈষ্ঠ সন্তান খালেদুর রব মিঠু ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী জসিম উদ্দিন।

এ ছাড়াও স্থানীয় পত্রিকায় বিজ্ঞাপন ও ফেসবুক পোষ্টের মাধ্যমে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য প্রার্থী হিসেবে যারা জানান দিয়েছেন। তারা হলেন, সাবেক উপজেলা যুবলীগ নেতা কাজী শাহীদুজ্জামান ঝুটন ও সাবেক ছাত্রলীগ নেতা আব্দুর রহমান চৌধুরী এবং নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর উপজেলা সভাপতি মো. জাকির হোসেন মিয়াজী।

ভাইস চেয়ারম্যান পদেও মনোনয়ন দেবে আওয়ামী লীগ : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের শুরুতে শুধু চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন দেওয়ার কথা জানালেও শেষ পর্যন্ত ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এ সিদ্ধান্ত অনুযায়ী চেয়ারম্যানের পাশাপাশি ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদেও নৌকা প্রতীকে একক প্রার্থী দেবে দলটি। সোমবার বিকালে দলটির দফতর সম্পাদক ড. আবদুস সোবাহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু হয়েছে। উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশীদের মঙ্গলবার (৫ ফেব্রুয়ারী) থেকে আগামী ৭ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে জেলা ও উপজেলা থেকে প্রেরিত নামের তালিকা অনুযায়ী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ এবং জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়। এতে আরও বলা হয়, আওয়ামী লীগের গঠনতন্ত্রের ২৮ (৪) ধারা মোতাবেক জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতাদের পরামর্শ গ্রহণপূর্বক জেলা এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকদের (৪ জন) স্বাক্ষরে উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ঐকমত্যের ভিত্তিতে একক প্রার্থী অথবা অনধিক তিনজনের একটি প্রার্থী তালিকা ৬ ফেব্রুয়ারি ২০১৯ তারিখের মধ্যে পাঠাতে হবে।

এর আগে, গত ৩০ জানুয়ারি গণমাধ্যমে পাঠানো আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের এক বার্তায় জানানো হয়, আওয়ামী লীগের সভানেত্রী ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুসারে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এতে আরও বলা হয়, উপজেলা ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী দেবে না মনোনয়ন বোর্ড।

হাজীগঞ্জ উপজেলায় যারা ভাইস চেয়ারম্যান পদে যাদের মনোনয়ন প্রস্তাব সমর্থন করা হয়েছে তারা হলেন উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক মুরাদ, আওয়ামীলীগ নেতা মো. মজিবুর রহমান ও উপজেলা যুবলীগের আহবায়ক মাসুদ ইকবালের নামে প্রস্তাব-সমর্থন করা হয়।

অপর দিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পারভীন ইসলাম, খাদিজা আকতার, ডা. মুক্তা, শিউলি বেগম ও মির্জা শিউলি পারভীন মিলি’সহ মোট ৫জনের নামে প্রস্তাব সমর্থন আসে।
এদিকে উপজেলা নির্বাচনকে ঘিরে ক্ষমতাসীন শিবিরে নির্বাচন নিয়ে যতটা উৎসব ও চাঙ্গাভাব বিরাজ করছে, তার ঠিক উল্টো চিত্র রাজনৈতিক প্রধান বিরোধীদল বিএনপিতে। নির্বাচনকে ঘিরে এখন পর্যন্ত তাদের কোন কার্যক্রম চোখে পড়েনি। গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট মাত্র ৮টি আসনে জয় পেয়েছে।

নির্বাচন গ্রহণযোগ্য হয়নি দাবি করে, বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচনের ফলাফল বর্জন করে এবং তাদের নির্বাচিত সাংসদরা এ পর্যন্ত শপথ নেওয়া থেকে বিরত রয়েছেন। তাই উপজেলা নির্বাচনে অংশ নেবে কি না, তা নিয়ে এখনো সংশয় রয়েছে। তবে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকগণ কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন।

এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোজাম্মেল হক মোহন চৌধুরী বলেন, সংসদ নির্বাচনের পর পরই উপজেলা নির্বাচনের ঘোষণা এসেছে। যেহেতু, জাতীয় সংসদ নির্বাচন বিষয়ে এখন পর্যন্ত চুড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি এবং জয়ী প্রার্থীরা শপথ নেয়নি, সেহেতু উপজেলা নির্বাচনে অংশ গ্রহণ করা পরের প্রসঙ্গ। তিনি বলেন, আমরা কেন্দ্রীয় সিদ্ধান্তের অপেক্ষায় আছি। কেন্দ্র যদি সিদ্ধান্ত দেয়, তাহলে অবশ্যই নির্বাচন করতে হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপির কেউ যদি দলীয় প্রতীকের বাহিরে গিয়ে নির্বাচনে অংশগ্রহণ করে, তাকে আমরা বাঁধা দেবনা।

হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ¦ অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটওয়ারী বলেন, বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্তই সিদ্ধান্ত। কেন্দ্র সিদ্ধান্ত যখন আসবে। তখনই সবই জানতে পারবে। আপাদত উপজেলা নির্বাচনে যাচ্ছেনা বিএনপি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads