• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
১২৭ উপজেলায় তৃতীয় ধাপে ভোট ২৪ মার্চ

উপজেলা নির্বাচন

ছবি : সংগৃহীত

নির্বাচন

১২৭ উপজেলায় তৃতীয় ধাপে ভোট ২৪ মার্চ

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৫ ফেব্রুয়ারি ২০১৯

নির্বাচন কমিশন (ইসি) পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের তফসিল ঘোষণা করেছে। গতকাল বৃহস্পতিবার নির্বাচন কমিশন থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে এ তফসিল ঘোষণা করা হয় বলে নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ও পরিচালক (জনসংযোগ) এসএম আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

জানা যায়, এ ধাপের ভোট হবে আগামী ২৪ মার্চ। এদিন দেশের ৭টি বিভাগের ২৫ জেলার ১২৭টি উপজেলায় ভোট হবে। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৬ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহার ৭ মার্চ। নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে, তৃতীয় দফায় ৭টি বিভাগের ২৫টি জেলার ১২৭টি উপজেলায় ভোট হবে।

এর আগে ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ ও দ্বিতীয় ধাপে ১২৯ উপজেলায় ১৮ মার্চ ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করা আছে। এ ছাড়া চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং বাকি উপজেলাগুলোতে ১৮ জুলাই ভোটগ্রহণ করা হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads