• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই : শাফিন আহমেদ

শাফিন আহমেদ

সংগৃহীত ছবি

নির্বাচন

নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই : শাফিন আহমেদ

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৮ ফেব্রুয়ারি ২০১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে জাতীয় পার্টির (জাপা) মেয়র প্রার্থী শাফিন আহমেদ বলেছেন, ভোটারদের সম্মান রক্ষায় অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই। ভোটারকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার সুযোগ দিতে হবে।

আজ সোমবার দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসের সামনে নির্বাচনী প্রচারণাকালে গণমাধ্যম কর্মীদের তিনি এসব কথা বলেন।

শাফিন আহমেদ বলেন, রাজধানীর মানুষ গতানুগতির রাজনীতির ধারার পরিবর্তন চায়, সেটা আমাদের (জাতীয় পার্টি) মাধ্যমেই সম্ভব।

এসময় জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক যুগ্ম সম্পাদক হাসিবুর রহমান জয়, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মিল্টন মোল্লা, যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এরপর শাফিন আহমেদ বনানী ও গুলশানের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads