• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪২৮
দুর্গাপুরের চেয়ারম্যান ঝুমা তালুকদার, ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি ও পারভিন আক্তার

চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার, ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি ও পারভিন আক্তার

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

দুর্গাপুরের চেয়ারম্যান ঝুমা তালুকদার, ভাইস চেয়ারম্যান সাদ্দাম আকঞ্জি ও পারভিন আক্তার

  • দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মার্চ ২০১৯

দুর্গাপুর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী জান্নাতুল ফেরদৌস ঝুমা তালুকদার। আর ভাইস চেয়ারম্যান পদে নাজমুল হাসান সাদ্দাম আকঞ্জি (টিবউওয়েল) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে পারভিন আক্তার (হাঁস) নির্বাচিত হয়েছেন।

রোববার দিবাগত রাত ১২টার পর পরিষদ চত্বরে এ ফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তোফায়েল  আহমেদ।   

চেয়ারম্যান পদে স্বতন্ত্র মটরসাইকেল প্রতীক জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা পেয়েছেন ৩৬ হাজার ৪৬১ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী  নৌকা প্রতীকে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ এমদাদুল হক খান পেয়েছেন ১৩ হাজার ৪৫১ ভোট।

ভাইস চেয়ারম্যান পদে টিবউওয়েল প্রতীক নাজমুল হাসান সাদ্দাম আকঞ্জি পেয়েছেন ৩০ হাজার ৪৪৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী তালা প্রতীক গোলাম ফাহমী ভূঞী পেয়েছেন ২৪,৮৬৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাসঁ প্রতীক পারভিন আক্তার পেয়েছেন ৩২ হাজার ৫২৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী কলস প্রতীক তহুরা বেগম পেয়েছেন ২৫ হাজার ১৩৪ ভোট।

এর আগে, গতকাল রোববার সকাল ৮ টা শুরু হওয়া ভোট গ্রহন চলে বিকেল ৪ টা পর্যন্ত। এর মাঝে উপজেলার মোট ৫৫টি কেন্দ্রে কোথা কোনো অপ্রীতিকর ঘটনা বা কোন বিশৃংঙ্খলা খবর পাওয়া যায়নি। সকালে আগে ভাগে ভোট দিয়ে কেন্দ্রে গুলোতে ভোটাদের কিছুটা ভিড় করলেও বেলা বাড়া সঙ্গে সঙ্গে কামতে থাকে ভোটাদের উপস্থিতি।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads