• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪২৯
কুলাউড়ায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের প্রচারণা, নীরব ভোটাররা

প্রতিনিধির পাঠানো ছবি

নির্বাচন

উপজেলা নির্বাচন

কুলাউড়ায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের প্রচারণা, নীরব ভোটাররা

  • কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মার্চ ২০১৯

মৌলভীবাজার কুলাউড়া উপজেলায় আমেজহীন নিরুত্তাপ প্রচারণা চালিয়ে যাচ্ছেন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। ভোটারদের মধ্যে তেমন আগ্রহ না থাকলেও প্রার্থীরা প্রচারণায় একে অন্যকে ছাড়িয়ে যাচ্ছেন। জয় লাভের আশায় প্রার্থীরা ভোটারদের দিচ্ছেন নানা ধরনের প্রতিশ্রুতি।

কুলাউড়ায় চেয়ারম্যান পদে ৩ জন, ভাইস চেয়ারম্যান ৮ জন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্দীতা করছেন। বাগান অধ্যুষিত এলাকা হওয়ায় নৌকার প্রার্থী আসম কামরুল ইসলাম সুবিধাজনক অবস্থায় রয়েছে। তবে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একে এম সফি আহমদ সলমান স্বতন্ত্র (আনারস মার্কা) নিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় নৌকার ভোটারদের কঠিন সমীকরণে পড়তে হচ্ছে।

বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় ডানপন্থী ঘরোনার ভোট সফি আহমদ সলমানের পক্ষে যাওয়ার সম্ভাবনা থাকলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টির (কাজী জাফর) নেতা সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খানের ছোট ভাই সাবেক ইউপি চেয়ারম্যান  নবাব আলী নকী খান (দোয়াত কলম) মার্কা নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ায় চেয়ারম্যান পদে ত্রিমূখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে ভাইস চেয়ারম্যান পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান কাজী ফজলুল হক খান সাহেদ (বই), অরবিন্দু ঘোষ বিন্দু (তালা), মতিউর রহমান মতই( উড়োজাহাজ), মাহবুবুর রহমান মান্না (মাইক), আহবাব হোসেন রাসেল (টিউবওয়েল), আব্দুল আহাদ (টিয়া পাখি), হুমায়ূন কবির শাহান(পালকী) ও রাজ কুমার কালোয়ার রাজু(চশমা) মার্কা।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হলেন- বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান  নেহার বেগম(ফুটবল), ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি (হাঁস) ও মোছাঃ শাহানা আক্তার (কলস) মার্কা।

১৮ মার্চ দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হবে কুলাউড়া উপজেলায় ভোট গ্রহণ। আমেজ না থাকায় অধিকাংশ ভোটাররা মুখ খুলতে চাইছেন না এ নির্বাচন নিয়ে। ফলে কুলাউড়া উপজেলায় নির্বাচনী জরিপ সবার জন্য কঠিন থেকে কঠিনতর হচ্ছে।

তবে কুলাউড়া উপজেলায় ভোটের হিসেবে প্রার্থীদের জয়-পরাজয় অনেকটা  নির্ভর করে চা শ্রমিক ও সংখ্যালঘু ভোটারদের ভোটে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads