• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
নাগেশ্বরীতে চেয়ারম্যান নির্বাচিত হলেন নৌকার মোস্তফা জামান

মোস্তফা জামান

সংগৃহীত ছবি

নির্বাচন

নাগেশ্বরীতে চেয়ারম্যান নির্বাচিত হলেন নৌকার মোস্তফা জামান

  • নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  • প্রকাশিত ১১ মার্চ ২০১৯

নাগেশ্বরীতে নৌকা প্রতীক নিয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন নৌকার প্রার্থী মোস্তফা জামান। তিনি পেয়েছেন ৪১ হাজার ৯৮০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্ধী লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয়পার্টি প্রার্থী মহিবুল হক খোকন পেয়েছেন ৩৩ হাজার ৭৫ ভোট।

সহকারী রিটার্নিং কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে রবিবার রাত সোয়া ১০টায় এ ফলাফল ঘোষণা করেন।  

এছাড়া ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকে ৪১ হাজার ৯৬৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন রায়গঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুকনুজ্জামান শিমু। নিকটতম প্রতিদ্বন্দ্বী পৌর ছাত্রলীগ সভাপতি রবিউল ইসলাম রুবেল মাইক প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ হাজার ২১৩ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলস প্রতীক নিয়ে ৩৮ হাজার ৮৬৬ ভোট পেয়ে বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছেন উপজেলা বিএনপি মহিলা বিষয়ক সম্পাদিকা আমিনা বেগম অনন্যা। তার নিকটতম প্রতিদ্বন্ধী পৌর মহিলালীগ সভানেত্রী লায়লা আফিয়া চামেলী হাঁস প্রতীকে ভোট পেয়েছেন ৩৪ হাজার ২৩০ টি।

উল্লেখ্য ১ পৌরসভা ও ১৪ ইউনিয়ন নিয়ে গঠিত নাগেশ্বরী উপজেলার মোট ভোটার ২ লক্ষ ৮৭ হাজার ১০৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৪২ হাজার ৭৮৯ ও মহিলা ভোটার ১ লাখ ৪৪ হাজার ৩১৬ জন। রবিবার নির্ধারিত সময়ে ১৩৫ টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে ব্যালট ছিনতাই ঘটনায় ৩৬ নং কুটিনাওডাঙ্গা ফোরকানিয়া এবতেদায়ী মাদ্রাসা ও ১৩৩ নং পুর্ব পায়রাডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়। এ কেন্দ্র দুটির মোট ভোট সংখ্যা ৪ হাজার ৯১৫ টি। পরবর্তীতে এ কেন্দ্র দুটির

পুনঃভোটে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীর ফলাফল নির্ধারণ হবে বলে জানা গেছে।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads