• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
৩ দিনের মধ্যে ডাকসু নির্বাচনের নতুন তফসিলের দাবি

সংগৃহীত ছবি

নির্বাচন

৩ দিনের মধ্যে ডাকসু নির্বাচনের নতুন তফসিলের দাবি

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ মার্চ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফল বাতিল করে পুনঃতফসিলের দাবিতে ৩ দিনের আল্টিমেটাম দিয়েছেন নির্বাচন বয়কটকারী বিভিন্ন প্যানেলের সদস্যরা।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে কয়েকশ শিক্ষার্থীর অংশগ্রহণে একটি বিক্ষোভ মিছিল উপাচার্যের কার্যালয়ের দিকে যায়। পরে সেখান থেকে ছয় সদস্যের একটি দল উপাচার্যকে স্মরকলিপি দেন।

বিক্ষোভ মিছিলে যোগ দেন কোটা সংস্কার আন্দোলনের নেতা ও ডাকসুর নব নির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নুরুল হকও।

বিক্ষোভে যোগ দেয়া কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক ফরুক হোসেন বলেন, রোকেয়া হলের ঘটনায় শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলাও প্রত্যাহার করতে হবে।

এদিকে ডাকসুর পুনঃনির্বাচনের দাবিতে টিএসসির রাজু ভাস্কর্যে অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা অনশষন চালিয়ে যাবেন।

প্রসঙ্গত, প্রায় তিন দশক পর গত সোমবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ভিপি ও সমাজ সেবা সম্পাদক পদ ছাড়া ২৫টি পদের মধ্যে ২৩টি পায় ছাত্রলীগ প্যানেল। কিন্তু নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোটের দিনই ছাত্রলীগ ছাড়া অন্যসব প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads