• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
৩১ মার্চের মধ্যে আবার নির্বাচন চান নূর

সংগৃহীত ছবি

নির্বাচন

৩১ মার্চের মধ্যে আবার নির্বাচন চান নূর

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ১৩ মার্চ ২০১৯

ডাকসু নির্বাচনের ফল বাতিল করে আগামী ৩১ মার্চের মধ্যে ফের নতুন করে নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন নবনির্বাচিত ভিপি নুরুল হক নূর।

আজ বুধবার বেলা পৌনে তিনটার দিকে হাজী মুহম্মদ মুহসীন হলে সাংবাদিকদের সামনে তিনি এ দাবি জানান।

নুরুল হক বলেন, ‘শত কারচুপির পরও আমাকে এবং আখতার হোসেন আমার প্যানেল থেকে হারাতে পারেনি। তবে অন্যদের হারিয়ে দিতে পেরেছে তারা নীলনকশা করে। এখন আমরা দেখছি যে ছাত্রলীগ বাদে অন্য সব সংগঠন পুনর্নির্বাচন চাইছে এবং সে লক্ষ্যে তারা আন্দোলন করছে। আজ ভিসি স্যারকে তিন দিনের আল্টিমেটাম দিয়েছে। আমি তাদের প্রতিনিধি হিসেবে, এত কারচুপির মধ্যেও যেখানে নির্বাচিত হয়েছি, আমি তাদের নির্বাচিত প্রতিনিধি হিসেবে তাদের দাবির সঙ্গে একমত পোষণ করছি। আমিও চাই, প্রশ্নবিদ্ধ নির্বাচন বাতিল করে ৩১ মার্চের মধ্যেই পুনরায় নির্বাচন দিতে হবে।’

নির্বাচনের দিন রোকেয়া হলে নিজের ওপর হামলার প্রসঙ্গে নুরুল হক বলেন, ‘রোকেয়া হলের প্রাধ্যক্ষ জিনাত হুদা ছাত্রলীগের প্রেসিডেন্ট–সেক্রেটারিকে ফোন দেন এবং তারা আমার ওপর হামলা চালিয়েছিল। তাদের লেডি মাস্টার বাহিনী রয়েছে, শোভন ভাইয়ের নেতৃত্বে তারা আমার ওপর হামলা চালিয়েছিল।’

প্রসঙ্গত, প্রায় তিন দশক পর গত সোমবার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ভিপি ও সমাজ সেবা সম্পাদক পদ ছাড়া ২৫টি পদের মধ্যে ২৩টি পায় ছাত্রলীগ প্যানেল। কিন্তু নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ভোটের দিনই ছাত্রলীগ ছাড়া অন্যসব প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads