• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪২৯
ডাকসুর পুনর্নির্বাচন সম্ভব নয় : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান

সংগৃহীত ছবি

নির্বাচন

ডাকসুর পুনর্নির্বাচন সম্ভব নয় : উপাচার্য

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ১৩ মার্চ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেছেন, ডাকসুর পুনর্নির্বাচন সম্ভব নয়, কেননা এমন কোনো নিয়ম নেই।

তিনি বলেন, ‘শিক্ষার্থীরা তাদের দাবি নিয়ে আমার অফিসে এসেছিল। আমি শুনেছি। কিন্তু তাদের দাবি পূরণ সম্ভব নয়, কেননা পুনর্নির্বাচনের কোনো পদ্ধতি বিশ্ববিদ্যালয়ের আইনে নেই।’

আজ বুধবার নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে ঢাবি ভিসি এসব কথা বলেন।

ভোটের দিন অনিয়মের কারণে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। উদাহরণ হিসেবে ভোটের আগেই সিল মারা ব্যালট পেপার উদ্ধারের কারণে কুয়েতমৈত্রী হলের ভোটগ্রহণ স্থগিতের কথা উল্লেখ করেন ভিসি।

এর আগে সকালে ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর ৩১ মার্চের মধ্যে নতুন নির্বাচনের দাবি করেন।

পাশাপাশি, সোমবার অনুষ্ঠিত নির্বাচন বর্জন করা বিভিন্ন প্যানেলের সদস্যরা তিন দিনের মধ্যে নতুন নির্বাচনের তফসিলের দাবিতে ভিসির কাছে স্মারকলিপি দেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads