• মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪২৮
বগুড়ায় ১২ উপজেলায় আ. লীগের ৯, বিদ্রোহ ২ ও স্বতন্ত্র ১ জন প্রার্থী জয়ী

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন

উপজেলা নির্বাচন

বগুড়ায় ১২ উপজেলায় আ. লীগের ৯, বিদ্রোহ ২ ও স্বতন্ত্র ১ জন প্রার্থী জয়ী

  • বগুড়া প্রতিনিধি
  • প্রকাশিত ১৯ মার্চ ২০১৯

উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে বগুড়ার ১২টি উপজেলায় চেয়ারম্যান পদে যারা নির্বাচিত হয়েছেন।  

বগুড়া সদরঃ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী আবু সুফিয়ান শফিক নৌকা প্রতীকের ৩৭ হাজার ৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোটর সাইকেল প্রতীকে ১২ হাজার ২১৬ ভোট পেয়েছেন।

শাজাহানপুরঃ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সোহরাব হোসেন সান্নু নৌকা প্রতীকের ৩৩ হাজার ১৫২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল বাশার আনারস প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ৮৮ ভোট ।

গাবতলীঃ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রফিনেওয়াজ খাঁন রবিন নৌকা প্রতীকে ১লাখ ৫৫ হাজার ২৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী একিউএম ডিসেন্ট আহম্মেদ সুমন আনারস প্রতীকে পেয়েছেন ২ হাজার ৬শ’ ৭৪ ভোট।

সারিয়াকান্দিঃ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের অধ্যক্ষ মুনজিল আলী সরকার নৌকা প্রতীকে ২১ হাজার ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী টিপু সুলতান হেলিকপ্টার প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৭৬৭ ভোট ।

সোনাতলাঃ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মিনহাদুজ্জামান লিটন নৌকা প্রতীকের ৪৮ হাজার ৯শ’ ৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক লিপন মোটর সাইকেল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ১শ’ ২১ ভোট।

শিবগঞ্জঃ চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী ফিরোজ আহমেদ রিজু মোটর সাইকেল প্রতীকে ৬২ হাজার ৫৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের আজিজুল হক নৌকা প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৮৯০ ভোট।

কাহালুঃ চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হাবিবুল হাসান সুরুজ আনারস প্রতীকে ৩১ হাজার ৭৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের আব্দুল মান্নান নৌকা প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৭৮৯ ভোট।

দুপচাঁচিয়াঃ চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব ফজলুল হক আনারস প্রতীকে ২৫ হাজার ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আওয়ামী লীগের নৌকা প্রতীকে পেয়েছেন ১৩ হাজার ৩শ’ ৭১ ভোট।

আদমদীঘিঃ চেয়ারম্যান পদে আওয়ামীলীগের আলহাজ্ব সিরাজুল ইসলাম খাঁন রাজু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নন্দীগ্রামঃ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের রেজাউল আশরাফ জিন্নাহ নৌকা প্রতীকে ৩১ হাজার ৩শ’ ৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলেক জেন্ডার দোয়াত কলম পেয়েছেন ১৯ হাজার ৯শ’ ৯২ ভোট।

শেরপুরঃ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মজিবর রহমান মজনু নৌকা প্রতীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ধুনটঃ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের আব্দুল হাই খোকন নৌকা প্রতীকে ৩১ হাজার ৯১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আলীমুদ্দিন হারুন মন্ডল দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ১২ হাজার ৬১৪ ভোট।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads