• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
দ্বিতীয় ধাপে আরো ভোট কম

উপজেলা পরিষদ নির্বাচন

সংরক্ষিত ছবি

নির্বাচন

দ্বিতীয় ধাপে আরো ভোট কম

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত ২১ মার্চ ২০১৯

পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম ধাপে ভোট পড়েছিল ৪৩ দশমিক ৩২ শতাংশ। প্রত্যাশা ছিল দ্বিতীয় ধাপের নির্বাচনে বেশি ভোট পড়বে। ভোটাররা যাতে আগ্রহ নিয়ে ভোটকেন্দ্রে যায় সেজন্য বেশ কিছু পদক্ষেপও নিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। কিন্তু প্রথম ধাপের তুলনায় দ্বিতীয় ধাপে ২ শতাংশ ভোট কম পড়েছে। এ ধাপের ভোটের হার দাঁড়িয়েছে ৪১ দশমিক ২৫। নির্বাচন কমিশন থেকে পাওয়া ফল পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।

ইসির ফল পর্যালোচনা করে দেখা গেছে, উপজেলা পরিষদ নির্বাচনে পার্বত্য অঞ্চলে ভোট ছিল প্রতিদ্বন্দ্বিতামূলক। নির্বাচনে সমতলের তুলনায় পাহাড়ে ভোটের হার ছিল অনেকটাই বেশি। অবশ্য বাঘাইছড়িতে ব্রাশফায়ারে নির্বাচনী কর্মকর্তাসহ ৭ জন নিহতের ঘটনায় রাঙামাটি জেলার ৮ উপজেলার নির্বাচনের ফল ঘোষণা স্থগিত রয়েছে।

ফল পর্যালোচনা করে দেখা গেছে, গত ১৮ মার্চ অনুষ্ঠিত পার্বত্য অঞ্চলের দুটি জেলার ১৩টি উপজেলা পরিষদের মোট ৫ লাখ ৩২ হাজার ৯৭৩টি ভোটের মধ্যে পড়েছে ৩ লাখ ২২ হাজার ২৬৬টি। পাহাড়ের গড় ভোটের হার ৬০ দশমিক ৪৭ শতাংশ।

দ্বিতীয় ধাপে দেশের ১১৬টি উপজেলায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হওয়া ২৩ জনসহ আওয়ামী লীগ থেকে ৭৪ জন চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ৩৮ জন। সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির মনোনীত দুইজন চেয়ারম্যান নির্বাচিত হন।

প্রথম দফায় অনুষ্ঠিত ৮১টি উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতার ১৫ জনসহ মোট ৭৮ জন চেয়ারম্যান নির্বাচিত হন। নির্বাচিত বাকিরা স্বতন্ত্র প্রার্থী। এই ধাপে আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো দলের প্রার্থী নির্বাচিত হননি।

ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, সবচেয়ে কম ভোট পড়েছে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায়। এখানে ভোট পড়েছে মাত্র ৮ দশমিক ৬৩ শতাংশ। উপজেলার ১ লাখ ৭০ হাজার ৪৫৯ ভোটারের মধ্যে ভোট দিয়েছেন মাত্র ১৪ হাজার ৭০৪ জন। অন্যদিকে নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পড়েছে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায়। এখানে ভোট পড়ার হার ৭৯ দশমিক ৬৭ শতাংশ। পাহাড়ি উপজেলার মধ্যে সবচেয়ে কম ভোট পড়েছে বান্দরবান সদরে, ৪১ দশমিক ৩২ শতাংশ।

সমতলে সবচেয়ে বেশি ভোট পড়েছে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ নির্বাচনে। এখানে ভোটের হার ৭১ দশমিক ৪১ শতাংশ। দক্ষিণ সুরমা ছাড়াও ভোটের হার দুই অঙ্কে পৌঁছতে পারেনি আরো একটি উপজেলায়। সেটি একই জেলার জৈন্তাপুর উপজেলা, সেখানে ভোট পড়ার হার ৯ দশমিক ৩৮ শতাংশ।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads