• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪২৯
ফুলপুরে বিপুল ভোটে বিদ্রোহী প্রার্থী রাসেল বিজয়ী

নবনির্বাচিত ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল(মাঝে), ভাইস চেয়ারম্যান আনিছুর রহমান আনিছ ও মহিলা ভাইস চেয়ারম্যান লাকি আক্তার

ছবি : বাংলাদেশের খবর

নির্বাচন

ফুলপুরে বিপুল ভোটে বিদ্রোহী প্রার্থী রাসেল বিজয়ী

  • ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • প্রকাশিত ০১ এপ্রিল ২০১৯

চতুর্থ ধাপে ময়মনসিংহের ফুলপুরে গতকাল রবিবার উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে ৬৭৮৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আতাউল করিম রাসেল (ঘোড়া) ফুলপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। রাত ১০টার দিকে এ ফলাফল ঘোষণা করা হয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ হাবিবুর রহমান (নৌকা) পেয়েছেন ২০১১০ ভোট।

আর ২৯১০১ ভোট পেয়ে বেসরকারিভাবে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে নির্বাচিত হয়েছেন আনিছুর রহমান আনিছ (পালকি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুছ সবুর সবুজ (বৈদ্যুতিক বাল্ব) পেয়েছেন ১৯৭৫২ ভোট। লাকি আক্তার (কলস) ৪১৪৩২ ভোট পেয়ে বেসরকারিভাবে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান্না আক্তার জোয়ারদার (ফুটবল) পেয়েছেন ১৮৩৮২ ভোট। সহকারি রিটার্নিং অফিসার ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেবুন নাহার শাম্মী বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন।

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads