• বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪২৯
বিএনপির জন্য সংরক্ষিত নারী আসনে নির্বাচন ১৬ জুন

নির্বাচন ভবন

ফাইল ছবি

নির্বাচন

বিএনপির জন্য সংরক্ষিত নারী আসনে নির্বাচন ১৬ জুন

  • অনলাইন ডেস্ক
  • প্রকাশিত ০৯ মে ২০১৯

সংসদে বিএনপির জন্য সংরক্ষিত একটি নারী আসনে নির্বাচনে বুধবার তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ইসি সচিব হেলালুদ্দীন আহমদ ঘোষিত তফসিল অনুযায়ী ১৬ জুন এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন ২০ মে, মনোনয়ন বাছাই হবে ২১ মে এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৮ মে।

যদি বিএনপি আসনটির বিপরীতে একের অধিক প্রার্থীকে মনোনয়ন না দেয় তাহলে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষ হলে সংশ্লিষ্ট একক প্রার্থীকে নির্বাচিত ঘোষণা করা হবে।

বিএনপির পাঁচ সংসদ সদস্য নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে এসে শপথ নেয়ায় ইসি এখন এ সংরক্ষিত আসনে নির্বাচনের আয়োজন করছে। এর আগে কমিশন বাকি ৪৯টি সংরক্ষিত আসনে নির্বাচন সম্পন্ন করেছে।

সংরক্ষিত নারী আসনগুলোর মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে ৪৩, প্রধান বিরোধী দল জাতীয় পার্টি থেকে চার, ওয়ার্কার্স পার্টি থেকে এক ও স্বতন্ত্র একজন নির্বাচিত হয়েছেন।

 

আরও পড়ুন



বাংলাদেশের খবর
  • ads
  • ads